বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা কুড়িয়ে পাওয়া অস্ত্র জমা দিলেন থানায়

জনপ্রতিনিধি জাতীয় প্রচ্ছদ শিক্ষা হ্যালোআড্ডা

লুট হওয়া দু’টি অস্ত্র থানায় জমা দিয়েছেন এক ইউপি সদস্য ও বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা। গত বুধবার বিকেলে সিরাজগঞ্জের হাটিকুমরুল থানায় এসব অস্ত্র জমা দেওয়া হয়। এর মধ্যে একটি করে গ্যাস গান, চায়না রাইফেল, সিগন্যাল লাইট ও সোল্ডার সিগন্যাল লাইট রয়েছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, গত ৫ আগস্ট উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানায় আন্দোলনকারীরা আক্রমণ করে। ওই সময় কয়েকটি অস্ত্র লুটের ঘটনা ঘটে। অস্ত্রগুলোর মধ্যে দু’টি রাস্তায় ভেঙে ফেলে যায় তারা। সেগুলো কুড়িয়ে নিয়ে কয়েকজন হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া এলাকার ইউপি সদস্য শাহ আলীর কাছে জমা রাখেন। অস্ত্রগুলো ইউপি সদস্য ও আন্দোলনে যুক্ত কামরুল হাসান ও নাজমুল হাসানসহ কয়েকজন ছাত্র সলঙ্গা থানায় জমা দিয়ে যান।

ইউপি সদস্য শাহ আলী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশ অন্যত্র চলে যায়। এ কারণে সেগুলো থানায় জমা দেওয়া সম্ভব হয়নি। অস্ত্রগুলো তিনি বাড়িতে রেখেছিলেন। পরে পুলিশ ফিরে এলে সমন্বয়কদের সঙ্গে নিয়ে থানায় জমা দিয়েছেন।

আরো পড়ুন : শহীদদের স্মরণে পদযাত্রা, বিচার দাবিতে ফের রাজপথে শিক্ষার্থীরা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *