চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে সাত বিএনপি নেতার বিরুদ্ধে রাতের আঁধারে সীমানা প্রাচীর ভেঙে জায়গা দখল চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে নগরীর বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকায় টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহমদ হোছাইনের জায়গা দখলের অপচেষ্টা করেন তারা।
এ ঘটনায় সিএমপির উপকমিশনার (দক্ষিণ) বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। এতে দক্ষিণ বাকলিয়া বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আছু, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ শওকত, মোহাম্মদ আলম, এয়াকুব খান ও আলী আক্কাছকে অভিযুক্ত করা হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী আহমদ হোছাইন বলেন, ১৩ বছর আগে আমি জায়াগাটি কিনেছি। এরপর কলোনি বানিয়ে নিম্নআয়ের মানুষকে জায়গা ভাড়া দিয়ে আসছিলাম। আর কিছুটা খালি জায়গা সীমানা প্রাচীর দিয়ে রাখা রয়েছে।
তিনি জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে বিএনপি নেতা ইয়াছিন চৌধুরীর নেতৃত্বে ১০-১২ জন ভূমিদস্যু আমার জায়গায় সীমানা প্রাচীরের একাংশ ভেঙে সেখানে একটি সাইনবোর্ড লাগিয়ে দেয়। তাৎক্ষণিকভাবে বাকলিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হলে ভূমিদস্যুরা পালিয়ে যায়। এখন তারা আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। বিষয়টি আমি পুলিশ কমিশনারকে জানিয়েছি। ডিসি দক্ষিণকে লিখিত অভিযোগ দিয়েছি।
বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আছুর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সিএমপির ডিসি (দক্ষিণ) শাকিলা সুলতানা বলেন, অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। আইন লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরো পড়ুন : অনুষ্ঠিত হলো দৈনিক দিন প্রতিদিনের “প্রতিনিধি সম্মেলন ও মতবিনিময় সভা-২০২৪”