বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন নটর ডেম কলেজের শিক্ষার্থী আসীর আনজুম খান। বুয়েটের ভর্তি পরীক্ষায়ও তিনি প্রথম হয়েছেন। এ ছাড়া মেডিকেল ভর্তি পরীক্ষায় হয়েছিলেন ষষ্ঠ ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ভর্তি পরীক্ষায় তিনি অষ্টম হন।
সোমবার ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আসীর এমসিকিউ ও লিখিত পরীক্ষায় মোট ৯৫ নম্বর পেয়েছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএর ভিত্তিতে প্রাপ্ত নম্বরসহ তাঁর মোট নম্বর ১১৫।
একই নম্বর পেয়ে দ্বিতীয় নটর ডেম কলেজের খালিদ হাসান তুহিন এবং তৃতীয় হয়েছেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের জারিফা তাবাসসুম। প্রথম তিনজন একই নম্বর পাওয়ায় ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হয়।
‘ক’ ইউনিটের ১ হাজার ৭৮১টি আসনের বিপরীতে ১ লাখ ১০ হাজার ৩৭৪ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১১ হাজার ৪৬৬ জন উত্তীর্ণ হয়েছেন।
আরো পড়ুন : ফয়সালের খুন হবার আগে পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের কাছের আকুতি ফেসবুকে ভাইরাল