ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি ঃ ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নে একটি ড্রেন নির্মাণে জলাবদ্ধতা থেকে মুক্ত হলেন তিন গ্রামের ৫ সহস্রাধিক মানুষ। দলদলী ইউনিয়ন পরিষদের ঘাইবাড়ী বালুটুংগী ও পীরগাছী তিন গ্রামের ৫ সহস্রাধিক মানুষ পানিবন্দি ছিলেন ২০ বছর ধরে। বর্যা আসলেই বাড়ীর বাইরে বের হওয়া মানেই বিপদ। দীর্ঘ দিন পর হলেও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু জনদূর্ভো মুক্ত করতে ড্রেন নির্মাণের উদ্যোগ নেন। ভোলাহাট রহনপুর সড়ক জনপথ সড়কের ঘাইবাড়ী হয়ে ড্রেন নির্মাণ করা হয়। ২০২২-২০২৩ অর্থ বছরের ওয়ান পার্সেন তহবিল থেকে ৪’শ ১৩ ফিট দৈর্ঘ্য ও ৩ফিট ৩ ইঞ্চি প্রস্থ্য ড্রেন নির্মাণে ব্যয় ধরা হয় ৬ লাখ টাকা।
ঘাইবাড়ী গ্রামের মোঃ তরিকুল ইসলাম বলেন, ড্রেনটি নির্মাণে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হলো। তিনি বলেন, ড্রেনটি নির্মাণে পুরোপুরি সুফল পেতে পানি নিস্কাশনের জন্য মহানন্দা নদীতে পানি সরবরাহ করতে ড্রেন নির্মাণ প্রয়োজন। এব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। মোঃ ফাইজুদ্দিন বলেন, ড্রেনটি নির্মাণে আমরা জলাবদ্ধতা থেকে মুক্ত হলাম। মোঃ সাইদুর রহমান বলেন, ড্রেনটি নির্মাণে তিন গ্রামের ৫ সহস্রাধিক মানুষের উপকার হলো।
দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু বলেন, এ তিন গ্রামের ৫ সহস্রাধিক মানুষ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে ছিলেন। তাঁদের দূর্ভোগের ব্যাপারে কেউ গুরুত্ব না দিলেও বিশাল জনগোষ্ঠীর কথা বিবেচনা করে ওয়ান পার্সেন তহবিল থেকে প্রকল্প বাস্তবায়ন করতে এগিয়ে আসি। ড্রেনটি নির্মাণ বাস্তবায়নে তিন গ্রামের মানুষ জলাবদ্ধতা মুক্ত হওয়ায় এলাকার মানুষ খুব খুশি হয়েছেন বলে জানান তিনি।
গোলাম কবির-ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)
আরো পড়ুন : শীতকালিন আন্তঃস্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দেশসেরা বিরামপুরের মোস্তাকিম