বিনোদন প্রতিবেদক : আলোচিত চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরিফুল রাজের দাম্পত্য জীবন খুব একটা ভালো যাচ্ছে না। এ নিয়ে পাল্টাপাল্টি কথাও বলছেন তারা। তারা বিচ্ছেদের পথেই হাঁটছেন, এমন ইঙ্গিতই দিয়েছেন দু’জনই। এদিকে সকল অভিযোগই আটকে গেছে চিত্রনায়িকা সুনেরাহ বিনতে কামালের দিকে। আর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওগুলো সুনেরাহ ভাইরাল করেছেন বলেও অভিযোগ পরীমনির। এ সকল বিষয় নিয়ে সুনেরাহ সরাসরি কথা বললেন গণমাধ্যমের সঙ্গে। গত সোমবার সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলনে সুনেরাহ বলেন, আমি আসলে কিছুই করিনি। অনেক আগের একটি ভিডিও এখন প্রকাশ পেয়েছে। ওই সময় আমি আমার ফ্রেন্ডদের সঙ্গে সেভাবেই আচরণ করতাম। আমি যে ভাষা ব্যবহার করেছি তার জন্য সরি।
অবশ্যই ওই ভিডিও আমি প্রকাশ করার জন্য করিনি। একটি কথা বলতে চাই, আসলে প্রমাণ ছাড়া কথা বলা উচিত না।
ওই সময়ের সুনেরাহ’র সঙ্গে এখনকার সুনেরাহ’র আকাশ-পাতাল পার্থক্য। এটি আসলে বোকামি হবে, যদি কেউ প্রমাণ ছাড়া আমাকে দোষারোপ করে। আমি জানি না ভিডিওটি কীভাবে প্রকাশ পেয়েছে। যে প্রকাশ করেছে সে অবশ্যই লোকেশনও চেক করতে পারবে। তিনি আরও বলেন, ভারত থেকে আসার পর থেকেই আমার কোভিডের লক্ষণ ছিল। তখন টেস্ট করাইনি। পরে দীর্ঘদিন অসুস্থও ছিলাম। ওই সময় আমি পুরোপুরি বাসায় ছিলাম। লোকেশন চেক করলেও জানা যাবে আসলে কে কোথায় ছিল। অন্য কে কোথায় ছিল আমার জানা নেই। কিন্তু আমি কোথায় ছিলাম তা আমি জানি।
আমি একটি ফ্যামিলি বাসায় থাকি আব্বুর সঙ্গে, বোন ও ভাইয়ার সঙ্গে। আমাকে জড়িয়ে এগুলো বলা খুবই বাজে একটি বিষয়। এ ছাড়া তিনি বলেন, আমি আসলে এই বিষয়ে আর জড়াতে চাই না, কথাও বলতে চাই না। আমার যতটুকু পরিষ্কার করা দরকার ছিল ততটুকু আমি করেছি। আমি বর্তমানে যে পরিস্থিতির মধ্যদিয়ে যাচ্ছি তা প্রত্যাশা করিনি। প্রসঙ্গত, গেল ২৯শে মে রাতে শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালের ব্যক্তিগত ছবি ও ভিডিও পোস্ট করা হয়। মুহূর্তেই সে ভিডিও ভাইরাল হয়ে যায়। এরপরেই রাজের সঙ্গে পরীমনির দাম্পত্য কলহ জোরালো হয়।
আরো পড়ুন : নানা বাধার মধ্যেই গণতন্ত্র মঞ্চের তৃতীয় দিনে রোডমার্চ কর্মসূচি