ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংবাদিক কর্মশালা

জাতীয় প্রচ্ছদ শিশু অধিকার শিশু/কিশোর স্বাস্থ্য কথা

আরিফুজ্জামান আরিফ ঠাকুরগাঁও : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন’২০২২ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১জুন) সকালে জেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে সিভিল সার্জন সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেনারেল হাসপাতালের শিশু বিষয়ক কনসালটেন্ট চিকিৎসক ডা: সাজ্জাদ হায়দার শাহীনের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল হান্নান, মেডিকেল অফিসার শিরিন আক্তার, ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটু, অর্থ সম্পাদক জিয়াউর রহমান বকুল, দপ্তর সম্পাদক জয় মহন্ত অলক, প্রচার সম্পাদক রেদওয়ানুল হক মিলন, ক্রিয়া বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান আরিফ সহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন তথ্য মতে, জেলায় ৫টি উপজেলা ৩টি পৌরসভা ও ৫৩টি ইউনিয়নে ১৮৯ টি ওয়ার্ডের মোট ১হাজার ৩৭৮টি কেন্দ্র থেকে ২ লাখ ১৩ হাজার ৭৮৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সীদের লাল রঙ্গের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে । আগামী ১৫ থেকে ১৯ জুন পর্যন্ত এই কর্মসূচি চালু থাকবে।

আওেরা পড়ুন : আজ ১০ জুন; আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *