ভোলাহাটে আম চাষিদের নিয়ে মতবিনিময় সভা

অর্থনীতি কৃষি জাতীয় প্রচ্ছদ


ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ আম ফাউন্ডেশন ভোলাহাট আয়োজিত ভোলাহাট উপজেলায় আম চাষের সম্ভাবনা নিয়ে চাষী, আম ব্যবসায়ী ও আম ফাউন্ডেশনের সদস্যদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৯ ফের্রুয়ারি বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আম ফাউন্ডেশন চত্বরে উপজেলা নির্বাহী অফিসার(অঃদাঃ) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ৩৩৮-সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসী(এমপি)। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য মুহঃ জিয়াউর রহমান, উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, গাজীপুর বিএআরআই মূখ্য বৈজ্ঞানিক ড. মোঃ সাইফুল ইসলাম। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, আম ফাউন্ডেশন সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু। অন্যান্যের মধ্যে বাক্তব্য রাখেন,চাঁপাইনবাবগঞ্জ আম গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক মোঃ কামরুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ ইউসুফ আলী,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি মোঃ আব্দুল খালেক, আম ফাউন্ডেশন সহ ষভাপতি মোঃ কামাল উদ্দিনসহ অন্যরা।

গোলাম কবির- ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *