ভোলাহাটে উপজেলা ভিত্তিক শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা

খেলাধুলা প্রচ্ছদ বিনোদন

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র আধুনিক ক্রীড়ার রূপকার শহীদ শেখ কামাল হোসেনের নামে ‘শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০ জানুয়ারি সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রেজওয়ান ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমি কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা এসএম মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকারসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক।

এ সময় বিভিন্ন খেলায় উপজেলার চার ইউনিয়নের বিজয়ী খেলোয়াড় উপজেলা ভিত্তিক বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিদের মধ্যে বিজয়ী খেলোয়াড় জেলা পর্যায়ে অংশগ্রহণ করবেন। বিকেলে বিজয়ী খেলোয়াড়দের পুরুস্কার তুলে দেন অতিথিগণ।

উল্লেখ এর পূর্বে পৃথক পৃথক ভাবে উপজেলার চারটি ইউনিয়ন ভোলাহাট, গোহালবাড়ী, দলদলী ও জামবাড়ীয়া ইউনিয়নের স্কুল ও মাদ্রাসার অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গোলাম কবির-ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ

আরো পড়ুন : চাঁপাইনবাবগঞ্জ-২ আসন উপনির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *