ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিদ্যুৎপৃষ্টে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। অটোরিকশা থেকে বিদ্যুতায়িত হওয়া একজনের চিৎকার শুনে তাকে বাঁচাতে গিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়। শনিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার ঘোষপালা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন- জামাল উদ্দিন (৪০), তার মা আনোয়ারা বেগম (৬৫), দুই মেয়ে ফাইজা মনি (৭) ও আনিকা (৫)।
জামাল উদ্দিনের বড় ভাই নূরুল হক জানান, জামাল অটোরিকশাচালক। তার স্ত্রী মরিয়ম বেগম ঢাকায় একটি হাসপাতালে নার্সের চাকরি করেন। আজ অটোরিকশাটির চার্জ সংযোগ বিচ্ছিন্ন করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন জামাল। তাকে বাঁচাতে গিয়ে মা ও মেঝো মেয়ে ফাইজামনি ও ছোট মেয়ে আনিকাও বিদ্যুতায়িত হন। এ ঘটনা দেখে চিৎকার করেন বড় মেয়ে জান্নাতুল মারুফা (১০)। পরে নুরুল হক দৌড়ে একটি বাঁশ দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। তবে এর আগেই বিদ্যুৎপৃষ্টে ৪ জন মারা যান।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তীসময়ে ব্যবস্থা নেওয়া হবে।
আরো পড়ুন : রূপগঞ্জে শাহজাহান ভূঁইয়ার নারী কর্মীর উপর হামলা করল গাজীর কর্মীরা
।