মসজিদের ভিতপাথর সরিয়ে ফেলায় এমপি মুরাদের লোকজন পেটালেন প্রকৌশলীকে

ক্রাইম নিউজ জনপ্রতিনিধি ধর্ম প্রচ্ছদ রাজনীতি

জামালপুর প্রতিনিধি: সরিষাবাড়ীতে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের নামাংকিত মডেল মসজিদের ভিতপাথর সরিয়ে ফেলায় উত্তেজিত মুরাদপন্থিরা পিটুনি দিলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প প্রকৌশলীসহ পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। জানা যায়, রবিবার দুপুরে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

মডেল মসজিদ নির্মাণের কাজ মির্জা এন্টারপ্রাইজ ও তরফদার ট্রেড করপোরেশনকে দেওয়া হয়। তরফদার ট্রেড করপোরেশনের স্বত্বাধিকারী মঞ্জুরুল মোর্শেদ তরফদার সোহেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মসজিদ উদ্বোধন করেন। স্থানীয় এমপি ডা. মুরাদ হাসান তিন বছর আগে মসজিদের ভিতপাথর স্থাপন করেছিলেন। মসজিদের নির্মাণকাজ শেষ হলে গণপূর্তের নির্দেশনায় ডা. মুরাদের নামফলক সরিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী নামফলক স্থাপন করা হয়। ফলকে মুরাদের নাম নেই দেখতে পেয়ে তার সমর্থকরা ক্ষুব্ধ হয়ে হামলা চালালে প্রকৌশলী মাসুদুর রহমান জনি (৩২), স্যানিটারি সুপারভাইজার রাকিব (৩০), ইলেকট্রিক্যাল সুপারভাইজার বিপুল (২৮), তাদের সহকারী সৌরভ (২১) ও নৈশপ্রহরী তোফাজ্জল হোসেন (৫৫) জখম হন। তাদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয় এবং অবস্থা গুরুতর হওয়ায় প্রকৌশলী জনি ও সুপারভাইজার রাকিবকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। মঞ্জুরুল মোর্শেদ তরফদার সোহেল আরও বলেন, মারধরের প্রমাণ বিনষ্ট করতে তাদের লোকজন সিসিটিভি ক্যামেরার মনিটর ও হার্ডডিস্ক খুলে নিয়ে গেছে। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, আমাদের সামনে মারামারি হয়নি। এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

আরো পড়ুন : জেনে নিন খুলনা সিটিতে মেয়র প্রার্থী কারা  

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *