মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ৪ দিনের কর্মসূচি বিএনপির

ইতিহাস-ঐতিহ্য ওকে নিউজ স্পেশাল জনপ্রতিনিধি জাতীয় তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ মুক্তমত মুক্তিযুদ্ধ রাজনীতি হ্যালোআড্ডা

স্টাফ রিপোর্টার : মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ৪ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনে আজকে দলের যৌথসভায় কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে।

শহীদ বুদ্ধিজীবী দিবস: এই দিবসটি উপলক্ষে ১৩ ডিসেম্বর দুপুর ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা, ১৪ ডিসেম্বর ভোরে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অধনমিতকরণ এবং সকাল ৯টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পন।

মহান বিজয় দিবস: ১৫ ডিসেম্বর বেলা ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা, ১৬ ডিসেম্বর ভোরে দলীয় সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭টায় সাভারে জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধার্ঘ অর্পন এবং সেখান থেকে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পন এবং বেলা ২টায় মানিকমিয়া এভিনিউতে ‘সবার আগে বাংলাদেশ’ এর উদ্যোগে সার্বজনীন কনসার্ট।

সারাদেশে দল ও অঙ্গ-সংগঠনগুলোর ইউনিটগুলো স্থানীয় সুবিধা অনুযায়ী বুদ্দিজীবী দিবস ও বিজয় দিবসের কর্মসূচি উদযাপন করবে বলে জানান রিজভী। এছাড়া বিজয় দিবস উপলক্ষে পোস্টার প্রকাশ ও নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আলোকসজ্জা করা হবে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী-খান সোহেল. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, হাবিবুল ইসলাম হাবিব, মীর সরাফত আলী সপু, সুলতান সালাউদ্দিন টুকু, মুনির হোসেন, তারিকুল ইসলাম তেনজিং, আমিনুল হক, রফিকুল আলম মজনু, তানভীর আহমেদ রবিন, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত, যুবদলের মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, কৃষক দলের হাসান জাফির তুহিন, শ্রমিক দলের আনোয়ার হোসাইন, তাঁতী দলের মজিবুর রহমান, জাসাসের লিয়াকত আলী, জাকির হোসেন রোকন প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : বিশ্ব অর্থনীতির ইতিহাসে নতুন নজির স্থাপন করলেন ইলন মাস্ক

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *