মহিমাগঞ্জে ২শ বছরের পুরনো ঝুঁকিপূর্ণ বটগাছ কেটে অপসারণ করার দাবিতে এলাকাবাসী মানববন্ধন

জনদুর্ভোগ জাতীয় প্রচ্ছদ হ্যালোআড্ডা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে ২শ বছরের পুরনো, একটি ঝুঁকিপূর্ণ বৃহৎ আকারের বটগাছ কেটে অপসারণ করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে বটতলায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রণজিদ বকসী সূর্য, মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তনয় কুমার দেব, সাধারণ সম্পাদক রিমন কুমার তালুকদার, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খুরশীদ আলম পলাশ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, প্রাচীন এই বটগাছটি দুইটি ব্যস্ততম সড়কের উপর অবস্থিত। ইতিমধ্যেই বট গাছের শিকড়, গোড়া, কান্ডের বিভিন্ন অংশ নষ্ট হয়ে যাওয়ায় যে কোন মুহূর্তে তা ভেঙ্গে পড়ে জনগণের জানমালের বড় ক্ষতির কারণ হতে পারে। তাঁরা অবিলম্বে ঝুঁকিপূর্ণ প্রচীণ বটগাটি কেটে অপসারণ করার দাবি জানান।

ফারুক হোসেন
গাইবান্ধা।

আরো পড়ুন : দু’কুল হারালেন সিলেটে বিএনপির ৩৪ নেতা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *