মিরপুরে ছিনতাইকালে ‘ধাক্কা পার্টির’ ৪ সদস্য গ্রেফতার

আইন-আদালত ক্রাইম নিউজ জনদুর্ভোগ পুরুষ প্রচ্ছদ লাইফ স্টাইল হ্যালোআড্ডা

রাজধানীর মিরপুরে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- রাসেল (২২), আমান (২৪), উজ্জল (২৩) ও রনি (১৯)।

গ্রেফতারকৃতরা নারীদের ধাক্কা দিয়ে বিশেষ কায়দায় ছিনতাই করে। এজন্য তারা ধাক্কা পার্টি নামেই পরিচিত। এরা সকলেই রাজধানীর চিহ্নিত ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

রবিবার (২ জুলাই) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নারীরা এই চক্রের মূল টার্গেট। তারা বিভিন্ন জনবহুল স্থানে অবস্থান করেন, বিশেষ করে মার্কেট ও শপিং মলে। এরপর কোনো নারী দেখলেই গ্রুপের দুইজন গিয়ে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন। এরপর ওই নারীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রুপের বাকিরা ব্যাগ, মোবাইল নিয়ে পালিয়ে যান।

তিনি বলেন, আজও (রবিবার) একই কায়দায় ধাক্কা দিয়ে ছিনতাই করার সময় ঘটনাস্থল থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। ছিনতাই করা মোবাইল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো পড়ুন : প্রধানমন্ত্রীর কার্যালয়ের আজ ৫ সিটির মেয়র ও কাউন্সিলরদের শপথ

 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *