মির্জা ফখরুলের জামিন না মঞ্জুর করল আদালত

আইন-আদালত জনপ্রতিনিধি পুরুষ পুরুষ অধিকার প্রচ্ছদ রাজনীতি হ্যালোআড্ডা

স্টাফ রিপোর্টার : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন মঞ্জুর করেননি আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ফখরুলের জামিন শুনানি হয়। ঢাকা মহানগর দায়রা জজ (ভারপ্রাপ্ত) ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে শুনানি শেষে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

এর আগে গত ২০শে নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ডার কারণে এই শুনানি মুলতবি করেন ফয়সাল আতিক বিন কাদের। পরে বিচারক আজকের দিন ধার্য করেন।

গত ২৯শে অক্টোবর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। পর দিন প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। এরপর থেকে কারাগারে আছেন তিনি।

আরো পড়ুন : ইসরাইলের দূতাবাস বন্ধ এবং কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার পক্ষে ভোট দিলো দক্ষিণ আফ্রিকা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *