মানিকগঞ্জ প্রতিনিধি: সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ১০ শতাংশ ভোটও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসাবে শনিবার দুপুরে মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় জেলা বিএনপির মানববন্ধনে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
ড. আব্দুল মঈন খান বলেন, নির্বাচনের মাধ্যমে সংসদ দখল করে আরেকটি সরকার গঠনের পাঁয়তারা করছে আওয়ামী লীগ। কিন্তু দেশের মানুষ আর সেটা হতে দেবে না। দেশের মানুষ আজ জেগেছে।
তিনি আরও বলেন, সরকার মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে। তাই জনগণের সর্মথন হারিয়েছে তারা। একারণেই সুষ্ঠু নির্বাচনকে এতো ভয়।
মঈন খান বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যেভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেভাবে সংগ্রাম করে হলেও বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।
সাবেক ছাত্রদল সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবিরসহ আরও অনেকে।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএপির সহ সভাপতি আব্দুল বাতেন, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, জেলা বিএনপি’র সাংগনিক সম্পাদক নুরতাজ আলম বাহার, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, সেচ্ছাসেবকদল, মহিলাদলসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।
আরো পড়ুন : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ময়মনসিংহের ৭৩ উন্নয়ন প্রকল্প