মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি ভ্রমণের ট্রলারডুবির ঘটনায় নারী-শিশুসহ কমপক্ষে ছয়জন নিখোঁজ রয়েছে। নিখোঁজরা সকলেই মুন্সিগঞ্জের গজারিয়ার বাসিন্দা। ট্রলারে ১১ জন যাত্রী ছিলো। এরমধ্যে ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (০৬ অক্টোবর) মুন্সিগঞ্জের গজারিয়া ঘাটের নিকটবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. আসলাম খান এ খবর নিশ্চিত করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক আমির জানান, একটি ট্রলারে করে তারা নদীতে বেড়াতে এসেছিলো। সন্ধ্যার পর একটি বাল্কহেডের সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। সাথে সাথে ঘাট থেকে দুইটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে।
নারায়ণগঞ্জের কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান, এ ঘটনায় এখনও নিখোঁজ আছে মারোয়া (৮) সাব্বির হোসেন (৪০), রিমাদ হোসেন (২), সুমনা আক্তার (২), মাওয়া (৬) ও সাফা (৪)।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আছে। তবে রাতের বেলায় উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব নয়। শনিবার (০৭ অক্টোবর) সকালবেলা উদ্ধার অভিযান শুরু হবে।
আরো পড়ুন : অবিকল মানুষের মতোই দুটি প্রাণীর করুণ পরিণতি দেখতে চান মাহি