মেঘ ভাঙ্গা বৃষ্টিতে ভেসে গেল ভারতের অমরনাথ গুহা সংলগ্ন অঞ্চল; ১৩ জনের প্রাণহানি

আন্তর্জাতিক জনদুর্ভোগ ধর্ম প্রচ্ছদ লাইফ স্টাইল হ্যালোআড্ডা

মেঘ ভাঙ্গা বৃষ্টিতে ভেসে গেল ভারতের অমরনাথ গুহা সংলগ্ন অঞ্চল। এই ঘটনায় বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে। এখনো নিখোঁজ অর্ধশতাধিক।

ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আলো স্বল্পতার জন্য ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। দুর্ঘটনার সময় অমরনাথ গুহা ও তাবুর মাঝে বালতালে অবস্থান করছিলেন প্রায় ১২ হাজার পুণ্যার্থী। ঘটনার পরই আইটিবিপি এবং এনডিআরএফ (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স) দল মোতায়েন করা হয়। উপস্থিত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, হঠাৎ জলোচ্ছ্বাসে বেশ কয়েকটি লঙ্গর ও তাবুও ভেসে গেছে। পুলিশ, এনডিআরএফ, এসডিআরএফ এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। অমরনাথ বেস ক্যাম্পে নিরাপত্তা বাহিনী ইন্দো তিব্বত বর্ডার পুলিশও উদ্ধারকাজে যোগ দিয়েছে। প্রাথমিকভাবে আইটিবিপির তরফে জানানো হয়, এই ঘটনায় বেশ কিছু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও কিছু স্পষ্ট নয়।উদ্ধারকারী দল কাজ শুরু করেছে।

এনডিআরএফের ডিজি অতুল গাড়ওয়াল বলেন, উদ্ধারকাজে চ্যালেঞ্জ হচ্ছে আবহাওয়া। ভৌগোলিক অবস্থান এবং উচ্চতার চ্যালেঞ্জও রয়েছে। কিন্তু আমাদের জওয়ানরা ভালো প্রশিক্ষিত। রাজ্য সরকারের পক্ষে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। উদ্ধারের পর আহতদের হেলিকপ্টারে স্থানীয় মেডিকেল ক্যাম্পে নেওয়া হচ্ছে।বিএসএফ, সিআরপির মেডিকেল টিমও সেখানে উপস্থিত রয়েছে। অন্যান্য দলের সঙ্গে আইটিবিপিও সেই কাজে যোগ দিয়েছে।

প্রশাসন জানিয়েছে, ইতোমধ্যে এক লাখেরও বেশি পুণ্যার্থী অমরনাথ গুহা দর্শন করে ফিরে গিয়েছেন। চলতি বছর ৩০ জুন শুরু হয় অমরনাথ যাত্রা। যাত্রা শুরুর পর থেকেই আবহাওয়ার কারণে বারবার চ্যালেঞ্জের মুখে পড়ে অমরনাথ যাত্রা। বিরূপ আবহাওয়ার জন্য দিন দুয়েক আগে যাত্রা স্থগিত করে দেয় স্থানীয় প্রশাসন।

আবহাওয়ার উন্নতি হওয়ায় শুক্রবার থেকেই ফের অমরনাথ দর্শনে যাত্রার অনুমতি পান পুণ্যার্থীরা। ঘটনার পরে পহলগামের নুনওয়ান বেস ক্যাম্প এবং গান্দেরবাল জেলার বালতালে যাত্রার অপেক্ষায় আটকে পড়েছেন প্রায় ১৫হাজার পুণ্যার্থী। তাদের উদ্দেশে বিশেষ নির্দেশ জারি করা হয়ছে। দুর্ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপাতত স্থগিত করা হয়েছে অমরনাথ যাত্রা।

আরো পড়ুন : ইউক্রেন-রাশিয়া যুদ্ধে দুই পক্ষেরই বড় হাতিয়ার প্রযুক্তিযুদ্ধ মানববিহীন ড্রোন

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *