মেরুল বাড্ডায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী নিহত, কতটা নিরাপদে শিক্ষার্থীরা!

ক্রাইম নিউজ জনদুর্ভোগ পুরুষ প্রচ্ছদ শিক্ষা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মেরুল বাড্ডায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আশফাকুর রহমান চৌধুরী শাতিল (১৯) নামে বি এন স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় সোয়াইব (১৮) ও রূপম দত্ত (১৯) নামে দুই পলিটেকনিকেল শিক্ষার্থী আহত হয়েছেন। তারা ঢাকা পলিটেকনিকেল ইনস্টিটিউটের সিভিল চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

রবিবার রাত ৮টার দিকে ডিআইটি প্রজেক্ট ১৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার তয়াছির জাহান বাবু।
আহত রূপম দত্ত জানাযন, ‘তিন দিন আগে মেরুল বাড্ডার রকি নামে এক যুবককে নাম ধরে ডাকায় আমার সাথে দ্বন্দ্ব হয়। পরে আমার গলায় রকি চাকু ধরেছিল সেটি শাতিল দেখে ফেলেছিল।’

রূপম আরও বলেন ‘আজ রাতে রকি কয়েকজন নিয়ে এসে ১৩ নম্বর রোডে আসে। রকি বলে, ওই বেটা বিচার দিছোস কার কাছে পরে আমাকে চড় থাপ্পড় মারতে থাকে। তা দেখে শাতিল এগিয়ে গেলে তাকে বাম পায়ের রানে সোয়াইবের বুকে ও আমার পিঠে ছুরিকাঘাত করে আহত করে।’

নিহতের কাকা হিল্লোল চৌধুরী জানান, ‘সন্ধ্যায় শাতিল পড়তে বসছিল। বারবার বাইরে থেকে বন্ধুরা ফোন দিচ্ছে। পরে শাতিল বলে একটু দেখা করে আসি কি ঘটনা। পরে খবর পাই ছুরিকাঘাতে খুন হয়েছে। শাতিল বিএন কলেজের কমার্সের পরীক্ষার্থী ছিল।’

শাতিল ৬১ নং মেরুল বাড্ডায় থাকতেন। তার বাবার নাম মনিরুজ্জামান চৌধুরী সজল, তিনি ট্রান্সকম ডিস্ট্রিবিউশনের সেলসম্যান। গ্রামের বাড়ি ঢাকার দোহার উপজেলার জয়পাড়া গ্রামে। এক ভাই ও এক বোনের মধ্যেও সে বড়। নয় মাস আগে তার মা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান।

আরো পড়ুন : শিজিনপিংয়ের সৌদি সফরে যুক্তরাষ্ট্র-সৌদির বৈরিতার পালে নতুন হাওয়া

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *