জন্মদিন তো এর আগেও ৩৫ বার পালন করেছেন লিওনেল মেসি। তবে এবারের ৩৬তম জন্মদিনটা মেসির জীবনের সবচেয়ে সেরা জন্মদিন বলে মেনে নেবেন যে কেউ! ১৯৮৬ সালের ২৪শে জুন আর্জেন্টিনার রোজারিওতে জন্ম নেওয়া ফুটবলের ‘বিস্ময়’ এবার বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে জন্মদিন পালন করলেন।
মেসিকে বলা হয় ফুটবল যাদুকর। তাকে ডাকা হয় রেকর্ডের বরপুত্র নামেও! সাড়ে চৌদ্দ আউন্সের গোলাকৃতির চর্মগোলকটা নিয়ে সবুজ ঘাসের মাঠে প্রতিনিয়ত তার পা থেকে সৃষ্টি হয়েছে কতসব রেকর্ড, অগণিত সব যাদুকরী মুহূর্ত। আর্জেন্টিনাকে ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জেতানো মেসির ৩৬তম জন্মদিনে তার করা ৩৬ রেকর্ড নিয়েই আজকের আয়োজন।
১ ব্যালন ডি’অর
ফুটবল ইতিহাসে সর্বোচ্চ সাতটি ব্যালন ডি’অর জয়ের রেকর্ড রয়েছে মেসির। দ্বিতীয় স্থানে থাকা পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো জিতেছেন পাঁচটি।
২ টানা ব্যালন ডি’অর জয়
টানা ৪টি ব্যালন ডি’অর জেতা একমাত্র ফুটবলার মেসি। ২০০৯, ২০১০, ২০১১ ও ২০১২ সালে টানা বিশ্বের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।
৩ বিশ্বকাপের গোল্ডেন বল
২০১৪ সালে ফাইনালে আর্জেন্টিনা জার্মানির কাছে হারলেও আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মেসি। আর এবার তো আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। লিওনেল মেসিই ফুটবল ইতিহাসের একমাত্র ফুটবলার যিনি বিশ্বকাপে দুইবার সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জেতেন।
৪ বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ ও গোল
বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির আত্মার সম্পর্ক। সেই টিস্যু পেপারে চুক্তি সাক্ষর করা মেসি স্প্যানিশ ক্লাবটির হয়ে খেলেছেন ১৭ বছর।
এ সময়ে বার্সার জার্সিতে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেন তিনি। বার্সেলোনার জার্সিতে তার চেয়ে বেশি ম্যাচ খেলা ও গোল করার রেকর্ড নাই আর কারও।
৫ লা লিগায় সর্বাধিক গোল
শুধু বার্সেলোনা নয় স্প্যানিশ লীগ লা লিগার হয়েও সবচেয়ে বেশি ৪৭৪ গোলের রেকর্ড মেসির।
৬ লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ গোল
২০১১-১২ সালে লা লিগায় ৫০ গোল করেন মেসি। যেটা লীগটির ইতিহাসে নির্দিষ্ট মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড।
৭ লা লিগায় অ্যাসিস্ট
শুধু গোল করে নয় করানোতে মেসি বাকিদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে। লা লিগায় ১৭ বছর খেলে ১৯২টি অ্যাসিস্ট করেছেন এই মহাতারকা। যেটা লীগের ইতিহাসের সর্বোচ্চ। লীগটিতে নির্দিষ্ট মৌসুমেও সবচেয়ে বেশি ২১টি অ্যাসিস্টের রেকর্ডও বার্সেলোনার হয়ে ১০টি লা লিগার শিরোপা জেতা মেসি।
৮ লা লিগায় হ্যাটট্রিক
লা লিগায় সর্বোচ্চ ৩৬ হ্যাটট্রিক লিওনেল মেসির। চ্যাম্পিয়নস লীগে আট হ্যাটট্রিক নিয়ে শীর্ষস্থান ভাগাভাগি করেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে।
৯ এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি গোল
২০১২ সালে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৯১ গোল করেন মেসি। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এটি। এ সময় বার্সেলোনার হয়ে ৭৯ গোল, আর আর্জেন্টিনার ১২টি গোল করেন তিনি।
১০ এল ক্লাসিকোয় সর্বাধিক গোল
রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে সবচেয়ে বেশি ৪৫ ম্যাচে ২৬ গোলের রেকর্ড মেসির। দুইয়ে থাকা রোনালদোর গোল ৩০ ম্যাচে ১৮টি।
১১ বিদেশি খেলোয়াড়দের মধ্যে লা লিগায় সর্বাধিক ম্যাচ
বিদেশি খেলোয়াড়দের মধ্যে লা লিগায় সর্বাধিক ৫২০ ম্যাচ খেলার রেকর্ড মেসির।
১২ বিদেশি খেলোয়াড় হিসেবে লা লিগায় সর্বাধিক জয়
১৩ স্পেনের বাইরের খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ১০টি লীগ শিরোপা
১৪ লাতিন আমেরিকান হিসেবে সবচেয়ে বেশি গোল
আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত মেসির গোল ১০৩টি। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে মেসির চেয়ে বেশি গোল নেই আর কারও। আন্তর্জাতিক ফুটবলে তাঁর চেয়ে বেশি গোল করেন রোনালদো (১২৩) ও ইরানের আলি দায়ি (১০৯)।
১৫ চ্যাম্পিয়নস লীগে গ্রুপ পর্ব ও শেষ ষোলোয় সর্বাধিক গোল
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে মেসির গোল ৮০টি। এছাড়া শেষ ষোলোয় করেন ১৬ গোল। দুই রাউন্ডেই এটা সর্বোচ্চ গোলের রেকর্ড।
১৬ চ্যাম্পিয়নস লীগের ম্যাচে ঘরের মাঠে সবেচেয়ে বেশি গোল
৭৮ গোলের রেকর্ড মেসির। এ ছাড়া একমাত্র খেলোয়াড় হিসেবে ৪০টি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে গোল করেন মেসি।
১৭ চ্যাম্পিয়নস লীগে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল
চ্যাম্পিয়নস লীগে বার্সেলোনার হয়ে মেসির গোল ১২০টি। আসরটিতে এটাই এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড।
১৮ ইউরোপের শীর্ষ ৫ লীগে সবচেয়ে বেশি
৪৯৬ গোল নিয়ে ইউরোপের শীর্ষ ৫ লিগে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এই বিশ্বকাপ জয়ী তারকার।
১৯ ইউরোপিয়ান গোল্ডেন শু
ইউরোপিয়ান ফুটবলে সবচেয়ে বেশি ৬ বার গোল্ডেন শু জয়ের রেকর্ড মেসির।
২০ পিচিচি ট্রফি
মেসি লা লিগায় সর্বোচ্চ গোলের পুরস্কার পিচিচি জিতেছেন সর্বোচ্চ আটবার
২১ লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচে গোল
২০০৪ থেকে ২০২১ সালের মধ্যে লা লিগায় ৩০০ ম্যাচে গোল করেছেন মেসি। লীগটির ইতিহাসে সর্বোচ্চ ম্যাচে গোল করার রেকর্ড এটি।
২২ লা লিগায় এক মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচে গোল
লা লিগায় ২০১২-১৩ মৌসুমে ৩৮ ম্যাচের ২৭টিতেই গোল করেন মেসি। নির্দিষ্ট মৌসুমে এটাই সর্বোচ্চ ম্যাচে গোলের রেকর্ড।
২৩ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস
২০২০ ও ২০২৩ সালে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড জেতেন মেসি। প্রথম এবং একমাত্র ফুটবলার হিসেবে এই কীর্তি গড়েন তিনি।
২৪ উয়েফার প্রতিযোগিতায় এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল
বার্সেলোনার হয়ে উয়েফার প্রতিযোগিতায় ১২৩ গোল করেন মেসি। উয়েফার প্রতিযোগিতায় এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এটি।
২৫ পাঁচটি বিশ্বকাপে গোলে সহায়তা
ক্যারিয়ারে পাঁচটি বিশ্বকাপ খেলেন মেসি। প্রত্যেক আসরে অ্যাসিস্ট করেন তিনি। পাঁচটি বিশ্বকাপে অ্যাসিস্ট করা একমাত্র ফুটবলার মেসি।
২৬ আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ
আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ ১৭৫ ম্যাচ খেলার রেকর্ড মেসির দখলে।
২৭ বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী আর্জেন্টাইন
২০০৬ সালে প্রথম বিশ্বকাপ খেলতে নেমে সার্বিয়ার বিপক্ষে গোল করেন মেসি। তখন তার বয়স ছিল ১৮ বছর ৩৫৭ দিন। বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ড এটি।
২৮ আর্জেন্টিনার হয়ে ৪টি আলাদা বিশ্বকাপে গোল
ক্যারিয়ারে চারটি বিশ্বকাপ খেলেছেন মেসি। যেখানে চার আসরেই গোল করেন মেসি। আর্জেন্টিনার হয়ে ৪টি আলাদা বিশ্বকাপে গোল করা একমাত্র খেলোয়াড় এই বিশ্বকাপজয়ী তারকা।
২৯ বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ
বিশ্বকাপে সব মিলিয়ে ২৬ ম্যাচে মাঠে নেমেছেন মেসি। বিশ্বকাপে এটাই সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড।
৩০ বিশ্বকাপের নকআউট পর্বে টানা পাঁচ ম্যাচে গোল
মেসি একমাত্র খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে গোল করেন।
৩১ আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোল
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৩ গোলের রেকর্ড মেসির।
৩২ বিশ্বকাপে সর্বোচ্চ গোলে অবদান
বিশ্বকাপে সর্বোচ্চ ২১টি গোলে জড়িয়ে আছে মেসির নাম। যেখানে গোল ১৩টি আর অ্যাসিস্ট আটটি।
৩৩ সবচেয়ে বেশি শিরোপা
ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ৪৩ শিরোপা জিতে ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজের সঙ্গে শীর্ষে মেসি।
৩৪ অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ
২০১৪, ২০১৮ ও ২০২২ টানা তিন বিশ্বকাপে আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন মেসি। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ১৯ ম্যাচ খেলার রেকর্ড তার।
৩৫ বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় মাঠে থাকা
ক্যারিয়ারে খেলা পাঁচ বিশ্বকাপ মিলিয়ে মেসি মাঠে ছিলেন ২ হাজার ৩১৪ মিনিট। বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় মাঠে থাকার রেকর্ড এটি।
৩৬ চ্যাম্পিয়নস লীগের এক ম্যাচে ৫ গোল
চ্যাম্পিয়নস লীগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে ৫ গোল করার কীর্তি গড়েন মেসি। ২০১১-১২ মৌসুমে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পাঁচ গোল করেন তিনি।
আরো পড়ুন : গোমস্তাপুরে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন