বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকা তৈরি করতে ২০২৩ সালে একটি জনমত সমীক্ষার আয়োজন করেছিল টাইম ম্যাগাজিন কর্তৃপক্ষ। সেই ভোটাভুটিতে প্রায় ১২ লাখ মানুষ অংশ নিয়েছিলেন। এঁদের মধ্যে ৪% এর ভোট গেছে বলিউড বাদশা শাহরুখ খানের দিকে। দ্বিতীয় স্থানে রয়েছে ইরানি নারীরা যারা তাদের অধিকারের জন্য আন্দোলন করছেন। তাদের দিকে গেছে ৩% ভোট । ইরানি নারীরা টাইম ম্যাগাজিনের ২০২২ সালের ‘পার্সন অফ দ্য ইয়ার’ রিডার পোলও জিতেছে। তৃতীয় স্থানে ২% ভোট পেয়েছেন স্বাস্থ্যসেবা কর্মীরা, যারা ২০২০ সাল থেকে মহামারীর ঠেকাতে প্রথম সারিতে দাঁড়িয়ে লড়েছেন। প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেল চতুর্থ স্থান অধিকার করেছেন, তাদের প্রত্যেকে ১ .৯% ভোট পেয়েছেন। হ্যারি এই বছরের শুরুর দিকে তার স্মৃতিকথা স্পেয়ার প্রকাশ করার পরে এবং ব্রিটিশ রাজপরিবারের সদস্য হিসাবে তার অভিজ্ঞতার কথা প্রকাশ করার পরে বিশ্ববাসীর নজর কাড়েন। মেঘান আর্কিটাইপস নামে একটি পডকাস্ট হোস্ট করেন।
১.৮% ভোট পেয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছেন ফুটবলার লিওনেল মেসি। টাইম এর ২০২৩ সালের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের বার্ষিক তালিকা এই মাসের শেষের দিকে প্রকাশ করা হবে। ২০২২ সালে গৌতম আদানি, করুণা নন্দি, খুররম পারভেজ একমাত্র ভারতীয় যারা এই তালিকায় ছিলেন।
শাহরুখ খান এই বছর তালিকায় স্থান পেতে পারেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘পাঠান’, বিশ্বব্যাপী বিশাল হিট করেছে। সারা বিশ্বে প্রায় ১ হাজার কোটির ব্যবসা করেছে ছবিটি। ‘পাঠান’ করার আগে শাহরুখ চার বছরেরও বেশি সময় ধরে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। এই বছর, শাহরুখকে আরও দুটি ছবিতে দেখা যাবে – অ্যাটলির ‘জওয়ান’ এবং রাজকুমার হিরানির ‘ডানকি’। ‘জওয়ান’ ছবিতে দক্ষিণী সুপারস্টার নয়নতারা এবং বিজয় সেতুপতিও অভিনয় করেছেন এবং এটি২০২৩ সালের জুনে মুক্তি পেতে চলেছে। শাহরুখের সাথে ‘ডানকি’ ছবিতে দেখা যাবে তারকা তাপসী পান্নুকে, এটি ডিসেম্বরে মুক্তি পাবে। এই দুটি ছবি ছাড়াও, শাহরুখকে সালমান খানের টাইগার- থ্রিতে একটি ক্যামিও রোলে দেখা যাবে। তাকে যশ রাজ ফ্লিমসের -এর ‘টাইগার বনাম পাঠান’-এও দেখা যাবে, যেটি সিদ্ধার্থ আনন্দ পরিচালনা করছেন ।
সূত্র : ইন্ডিয়া টুডে
আরো পড়ুন : আইপিএল-এ না খেলা আর বোলিং না করার বিষয়ে জানালে সাকিব