রহনপুর পৌরসভার বাজেট ঘোষণা

অর্থনীতি জনপ্রতিনিধি প্রচ্ছদ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ২০২২-২৩ অর্থবছরে নতুন কর আরোপ ছাড়াই ৫০ কোটি ৯২ লাখ ১০ হাজার ৬৬৯ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে পৌর মেয়রের কার্যালয়ে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন রহনপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা খাইরুল হক। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৭ কোটি ৩৭ লক্ষ ৫৪ হাজার ২৪ টাকা, স্থিতিসহ উন্নয়ন খাতে ৪৪ কোটি ৩২ লাখ হাজার ৬ হাজার ৬৪৫ টাকা আয় ধরা হয়েছে। রাজস্ব খাতে ৬ কোটি ৩৯ লক্ষ ৩৩ হাজার ২১৬ টাকা, উন্নয়ন খাতে ৪২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া রাজস্ব ও উন্নয়ন মিলে সমাপনী স্থিতির ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭৭ লাখ ৭৭ হাজার ৪৫৩ টাকা।

বাজেট ঘোষণার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন। এতে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ খান, প্যানেল মেয়র জাহানারা পারভিনসহ অন্যন্যা ওয়ার্ডের পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী।

আতিকুল ইসলাম আজম

আরো পড়ুন : মান্দায় পুলিশের অভিযানে ধর্ষণ মামলাসহ গ্রেপ্তার ১০

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *