রাশিয়ার অনুমতি নিয়ে নিজস্ব কারখানায় অস্ত্র-গোলাবারুদ বানাচ্ছে হামাস

আন্তর্জাতিক জনদুর্ভোগ তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ মুক্তমত রাজনীতি লাইফ স্টাইল হ্যালোআড্ডা

ইসরাইলের কড়া আকাশ প্রতিরক্ষা ভেঙে ভয়াবহ অভিযান চালিয়েছে ফিলিস্তিনি রাজনৈতিক বাহিনী হামাস। শনিবার ভোরে বাহিনীটির নিক্ষেপ করা ৫০০০ রকেটে তান্ডব চলে ইসরাইল ভূখণ্ডে।

ছোট্ট এ বাহিনীর শক্তিশালী অস্ত্রে বেশ বেগ পেতে হয়েছে বিশ্বের সবচেয়ে নিরাপদ প্রতিরক্ষা ব্যবস্থাকে। তবে এ ধরনের অস্ত্র এবং গোলাবারুদগুলো নিজেরাই তৈরি করছে তারা।

গাজায় বসেই তাদের কারখানায়ই তৈরি হচ্ছে এএসব অস্ত্র। এ তথ্য দিয়েছেন হামাস ন্যাশনাল রিলেশনস অ্যাব্রোডের প্রধান আলি বারাকা।

লেবাননে বসে হামাসের একজন সিনিয়র কর্মকর্তা হামাসের অস্ত্র তৈরির বিবরণ দিতে গিয়ে বলেন, ‘আমাদের কাছে ২৫০ কিমি., ১৬০ কিমি., ৮০ কিমি. এবং ১০ কিমি. রেঞ্জের রকেট এবং সবকিছুর জন্য স্থানীয় কারখানা রয়েছে। আমাদের মর্টার এবং তাদের শেল তৈরিরও কারখানা রয়েছে। রাইফেল এবং বুলেটের কারখানা আছে। আমরা রাশিয়ার কাছ থেকে অনুমতি নিয়ে বুলেট তৈরি করছি। আমরা এটি গাজায় নির্মাণ করছি।’

রাশিয়া টুডের আরবি-নিউজ চ্যানেল আরটিআরবিকের সঙ্গে একটি সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। সিএনএন।

শনিবার ফিলিস্তিনি মুক্তিকামী বাহিনী হামাস ইসরাইলে আশ্চর্যজনকভাবে হামলা শুরু করে। ইসরাইল হামলার প্রতিশোধ হিসাবে সোমবার গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধ ঘোষণা করে। যার কৌশলের অংশ হিসাবে গাজা উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় এবং খাদ্য ও জ্বালানি প্রবেশেও বাধা দেয়।

মঙ্গলবার মিসরও গাজায় তার ক্রসিং বন্ধ করে দেয়। ছিটমহলের একমাত্র পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎও ফুরিয়ে যাওয়ার ফলে অন্ধকারে ডুবে যায় পুরো গাজা।

আরো পড়ুন : জেনে নিন কোন পাঁচ কারণে গাজায় স্থল হামলা চালালে হারতে পারে ইসরাইল

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *