রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর প্রথম বিদেশ সফরে জেলেনস্কি

আন্তর্জাতিক প্রচ্ছদ হ্যালোআড্ডা

রাশিয়ার আক্রমণের পর এই প্রথম ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিদেশ সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন। জানা গেছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ইউক্রেন ছেড়েছেন জেলেনস্কি। খবর বিবিসির।

গণমাধ্যমটি বলছে, হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন জেলেনস্কি। এর আগে, এক টুইটে জেলেনস্কি জানান, ইউক্রেনের স্থিতিস্থাপকতা ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তিনি বলেন, এই সফরে বাইডেন এবং আমি ইউক্রেন-যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।
এদিকে, জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফর নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাশিয়া। ক্রেমলিন বলেছে, ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়াশিংটন সফর থেকে ভালো কিছু আসবে না। রাশিয়া ইউক্রেনের সঙ্গে কোনো শান্তি আলোচনাও দেখছে না বলে জানিয়েছে ক্রেমলিন।

আরো পড়ুন : ইউক্রেনে সংঘাতের জন্য পশ্চিমা মিত্ররা দায়ী: পুতিন

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *