বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লার ৭০তম জন্মদিনে চ্যানেল আই এর আমন্ত্রণে ১৭ নভেম্বর দুপুরে এসেছিলেন চ্যানেল আই তারকাকথনে। এ সময় চ্যানেল আই এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে তাকে স্টুডিওতে নেওয়া হয়। এ সময় তার সাফল্যগাঁথা নিয়ে চ্যানেল আই আয়োজিত একটি নতুন গান রুনা লায়লার প্রতি বিশেষ সম্মান জ্ঞাপন করে উপহার স্বরূপ তৈরি টিভি স্ক্রিনে পরিবেশর করা হয়। কথোপকথনের এক পর্যায়ে শাইখ সিরাজও অংশ নেন। স্টুডিওতে কেক কেটে এবং রুনা লায়লার হাতে ক্রেস্ট তুলে দিয়ে বরেণ্য এ শিল্পীর জন্মদিন উদযাপন করেন শাইখ সিরাজ। রুনা লায়লার জন্য গানটি করেছেন তারই চার অনুসারী এই প্রজন্মের চার শিল্পী সেরাকণ্ঠের মুকুটজয়ী কোনাল ও ঝিলিক, মেজবাহ বাপ্পী এবং তরিক মৃধা। প্রায় ঘণ্ঠাব্যাপি চ্যানেল আই সেরাকণ্ঠের চার শিল্পীর সাথে বিভিন্ন স্বরণীয় মূহুর্তের কথোপকথনে মেতে ছিলেন বরেণ্য এই শিল্পী। তারকাকথন উপস্থাপনা করেছেন সাফি আহমেদ আর সাথি এবং প্রযোজনায় অনন্য রুমা।
১৫ নভেম্বর মঙ্গলবার চ্যানেল আইয়ের নিজস্ব স্টুডিওতে রুনা লায়লার জন্য এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। গানটি লিখেছেন হাসনাত করিম পিন্টু, সুর করেছেন মনোয়ার হোসেন টুটুল, শব্দগ্রহণ সংমিশ্রণ আজম বাবু। গানটি চ্যানেল আইয়ের বিভিন্ন ডিজিটাল মাধ্যমে উন্মুক্ত করা হবে।
আরো পড়ুন : হিলিতে সাংবাদিকের নামে মিথ্যা মামলা করায় প্রতিবাদ সভা