ঠাকুরগাঁও প্রতিনিধি: সদর উপজেলার রুহিয়া থানায় “রুহিয়া রিপোর্টার্স ইউনিটি”র অফিস উদ্বোধন করা হয়েছে।
রবিবার(৬ নভেম্বর) বিকেল ৪ টায় রুহিয়া চৌরাস্তা সংলগ্ন আবুনুর চৌধুরী মার্কেটে এই অফিস উদ্বোধন করা হয়।
রুহিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুজ্জামান আরিফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রুহিয়া থানার ওসি(তদন্ত) শহিদুল রহমান শহিদ,বীর বীরমুক্তিযোদ্ধা মোঃ সাইফুল্লাহ, রুহিয়া রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি আব্দুল কাদের জিলানী, সাধারণ সম্পাদক আল ফয়সাল অনিক, সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক আলাল হোসেন,নির্বাহী সদস্য বিশাল রহমান, মামুনুর রশীদ, আশরাফুল ইসলাম, মোস্তফা কামাল, ঠাকুরগাঁও বেতার কেন্দ্র ও বিটিভির সংগীত শিল্পী সাইফুল আলম বাবু, ইউপি সদস্য ইমান আলী, জেলা লোড আনলোড সংগঠনের সাধারণ সম্পাদক আকরাম আলী সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।
আরিফুজ্জামান আরিফ, ঠাকুরগাঁও