শক্ত প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনে ভারি সমরাস্ত্র পাঠাল অস্ট্রেলিয়া।

আন্তর্জাতিক জনদুর্ভোগ প্রচ্ছদ

রাশিয়ার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সহায়তার অংশ হিসেবে ইউক্রেনে ভারি সমরাস্ত্র পাঠাল অস্ট্রেলিয়া।

গেল সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় দেশটির কাছে ভারি সাঁজোয়া যান চেয়ে অনুরোধ করেন। এর পর ২০টি সাঁজোয়া যান দেওয়ার প্রতিশ্রুতি দেয় অস্ট্রেলিয়া।

এর মধ্যে প্রথম চালানে তিনটি ভারি সাঁজোয়া যান ইউক্রেনে পাঠাল অস্ট্রেলিয়া। ভারি সুরক্ষিত এই বুশমাস্টার যানগুলো যুদ্ধ অঞ্চলে সৈন্য এবং বেসামরিক লোকদের পরিবহণের জন্য ব্যবহার করা হবে। তবে এগুলো আক্রমণ পরিচালনার কাজে ব্যবহার করা হবে না।

উল্লেখ্য, ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তার অংশ হিসেবে ১৯০ অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় এক হাজার ৬৪৩ কোটি টাকা) প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে রাশিয়ার বিভিন্ন ধনকুবের, প্রভাবশালী কর্মকর্তা ও তেল আমদানির ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।

সূত্র: বিবিসি।

আরো পড়ুন : তিন দাবি নিয়ে রোববার গণভবনের সামনে অবস্থান নিবেন সোহেল তাজ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *