শাকিব খানের মামলায় রহমত উল্লাহকে তলব করল আদালত

আইন-আদালত প্রচ্ছদ বিনোদন সিনেমা

চিত্রনায়ক শাকিব খানের করা মামলায় প্রযোজক রহমত উল্লাহকে তলব করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর আদালত আগামী ২৬ এপ্রিল তাকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

এর আগে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আরফাতুল রাকিবের আদালতে মামলাটি করেন শাকিব খান। পরে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন।

মামলার আর্জিতে বলা হয়, ২০২৩ সালের ১৬ মার্চ রহমত উল্লাহ চিত্রনায়ক শাকিব খানের কাছে এক লাখ ডলার চাঁদা দাবি করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে শাকিব খান মামলা করতে গুলশান থানায় যান। প্রায় দেড় ঘণ্টা থানার ভেতরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। এর পর থানা থেকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়।

আরো পড়ুন : ৬ উইকেট হারিয়ে ৭৪ রান আয়ারল্যান্ডের

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *