শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০ বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের মাইকিংয়ের পর দিন শুক্রবার বিকালে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের সাইটুলা গ্রামের ফসলি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।
শিশুটি ওই গ্রামের আবুল হোসেনের শিশুপুত্র মাহিন (১০) বলে জানা গেছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত থেকে মাহিন নিখোঁজ ছিল। তার খোঁজে এলাকায় মাইকিং করা হয়। পরদিন শুক্রবার বিকালে ফসলী জমিতে পথচারীরা তার লাশ দেখতে পেয়ে মাহিনের পরিবারের লোকজনকে খবর দেয়। পরে তারা মাহিনকে শনাক্ত করেন। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম ও পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। যত দ্রুত সম্ভব মাহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে বলে তিনি জানান।
আরো পড়ুন : গোমস্তাপুরে নানা কর্মসূচীতে বর্ষবরণ উদযাপিত