শ্রীলঙ্কার ব্যাটসম্যানের দিকে বল ছুড়ে মারায় বাংলাদেশ দলের স্পিনারের জরিমানা

খেলাধুলা প্রচ্ছদ

শ্রীলঙ্কার ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুসের দিকে বল ছুড়ে মারায় শাস্তি পেয়েছেন বাংলাদেশ দলের স্পিনার তাইজুল ইসলাম। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাইজুলকে, সঙ্গে তাঁর নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আজ আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আচরণবিধি ১-এর ২.৯ নম্বর ধারা ভঙ্গ করেছেন তাইজুল।

তাইজুল ও ম্যাথুসের ঘটনাটি মিরপুর টেস্টের তৃতীয় দিনের। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ৬৯তম ওভারে নিজের বোলিংয়ের ফলো থ্রুতে বল কুড়িয়ে স্ট্রাইক প্রান্তে থাকা ম্যাথুসের দিকে ছুড়ে মারেন তাইজুল। তবে ম্যাথুস পপিং ক্রিজের ভেতরেই ছিলেন। রান নেওয়ারও কোনো চেষ্টা ছিল না তাঁর।

বিষয়টি অখেলোয়াড়সুলভ মনে হওয়ায় অন ফিল্ড আম্পায়ারের অভিযোগের ভিত্তিতে তাইজুলকে শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। এ ঘটনায় অবশ্য শুনানির প্রয়োজন পড়েনি, তাইজুল ভুল বুঝতে পেরে শাস্তি মেনে নিয়েছেন।

এই ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে আছেন জোয়েল উইলসন ও শরফউদ্দৌলা ইবনে শহীদ। তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলবরো ও চতুর্থ আম্পায়ার গাজী সোহেল।

এ ম্যাচে এখন পর্যন্ত ২৮ ওভার বোলিং করে ৬৩ রান দিয়েছেন তাইজুল। উইকেট পাননি কোনো।

আরো পড়ুন : আজ ২৬ মে; আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *