সংশোধন করে নতুন পাঠ্যপুস্তক ছাত্রদের হাতে তুলে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে

প্রচ্ছদ রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, শিক্ষাব্যবস্থা নিয়ে সারা জাতি উদ্বিগ্ন। বর্তমান পাঠ্যপুস্তকের মাধ্যমে কোমলমতি শিশুদের ডারউইনের মতবাদ শিক্ষা দেওয়া হচ্ছে। সংশোধন করে নতুন পাঠ্যপুস্তক ছাত্রদের হাতে তুলে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক ও অন্য ওলামাদের মুক্তির দাবি জানান।

গতকাল বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরীর প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুহাম্মদ শাকিব সাইফীর সভাপতিত্বে ও আশিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা জালালুদ্দীন আহমেদ, মাওলানা রেজাউল করিম জালালী, মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আজিজুর রহমান হেলাল প্রমুখ।

মাওলানা জালালুদ্দীন আহমেদ বলেন, কিশোরদের মন-মগজে ইসলাম বিমুখিতা তৈরি করতেই পাঠ্যপুস্তকে হিন্দুয়ানি লেখা ও সংস্কৃতি ঢোকানো হয়েছে।

আরো পড়ুন : দিনাজপুরের সব কয়টি আসনে আবারও জয় চায় আওয়ামী লীগ, ঘুরে দাঁড়াতে চায় বিএনপি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *