প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আগুনের ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার সময় এক দিন পেছানো হয়েছে।
আগামীকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান নাসিমুল গণি। আজ সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তদন্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তদন্ত কমিটির প্রধান বলেন, আমরা আশা করছি, আগামীকাল বিকেল ৫টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে পারব। যদি পারি তার আগে হয়ে গেলে দিয়ে দেব। তবে আমরা বিকেল ৫টা পর্যন্ত সময় নিয়েছি। কারণ আমাদের অনেক টিম কাজ করছে। সেগুলো একত্র করে সারসংক্ষেপ করার জন্য একটু সময় লাগবেই। আর কিছু জিনিস আছে যেগুলোর ল্যাব টেস্টের ক্যাপাসিটি আমাদের দেশে নেই। সেগুলো বিদেশে পাঠিয়ে টেস্ট করা হবে।’
এর আগে গতকাল রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান আজ (গতকাল) তাদের জানিয়েছেন, আগামীকাল (আজ) প্রাথমিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবেন। তদন্তকাজ চলমান। এর অংশ হিসেবে তারা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন। এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তারা যদি প্রয়োজন মনে করেন, কিছু আলামত দেশের বাইরে পাঠিয়েও পরীক্ষা করা হতে পারে বলে জানিয়েছেন।
প্রাথমিক এই প্রতিবেদনের বিষয়বস্তু সাংবাদিকদের অবহিত করা হবে কি না, জানতে চাইলে সংবাদ ব্রিফিংয়ে উপপ্রেস সচিব বলেন, উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবেন কমিটিপ্রধান। প্রধান উপদেষ্টাই সিদ্ধান্ত নেবেন, এ বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে।