সাংবাদিক নাদিম হত্যার দায় স্বীকার করলেন চেয়ারম্যান বাবুর

আইন-আদালত ক্রাইম নিউজ জনপ্রতিনিধি পুরুষ পুরুষ অধিকার প্রচ্ছদ রাজনীতি হ্যালোআড্ডা

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বরখাস্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে পাঁচদিনের পুলিশ রিমান্ড শেষে প্রধান আসামি বাবুকে শুক্রবার আদালতে তোলা হয়। বিকেল সাড়ে পাঁচটায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের কাছে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী বলেন, গত ১৮ জুন সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুকে পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। আজ রিমান্ড শেষে দুপুর দেড়টার দিকে তাকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে আনা হয়। পরে বাবু জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালতে সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন।

গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। পরদিন বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে নামীয় ২২ জন ও অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এখন পর্যন্ত প্রধান আসামীসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন : ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে নরসিংদীর ১৩ যুবক নিখোঁজ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *