সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এক যুবদল নেতা হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে সংবাদিক ও আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম ফিলিপসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, শনিবার রাত ৯টার দিকে শহরের মোক্তারপাড়া মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে তাকে সদর আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম ফিলিপস বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি এবং সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি শহরের মোক্তারপাড়া মহল্লার বাসিন্দা।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ চলাকালে গুলিতে নিহত জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলার সন্দেহভাজন আসামি ফিলিপস।
আরো পড়ুন : বিসিবি নড়বড়ে অবস্থানের কথ্ স্বীকার করছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা