সিলেট অফিস: সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল আহাদ খান জামালকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকাল সাড়ে ৬টায় সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। তিনি জানান, ২০১৯ সালের একটি জ্বালাও-পুড়াও মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন খান জামাল। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।
দলীয়সূত্র জানায়, শনিবার বিকালে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে একটি সভায় অংশগ্রহণ করেন বিএনপির এই নেতা। সভা শেষে বের হওয়ামাত্র তাকে মুসলিম সাহিত্য সংসদের সামনে থেকে এসএমপির কোতোয়ালি থানা পুলিশতাকে গ্রেফতার করে।
কাওছার আহমদ
আরো পড়ুন : কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে