সিলেট অফিস: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল হানিফ কুটু ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল শনিবার সকাল ১১ টায় নগরীর টিলাগড়স্থ নিজ বাড়ির আঙ্গিনায় প্রধান নির্বাচনী কার্যালয়ে এই ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহার ঘোষণাকালে আব্দুল হানিফ কুটু বলেন, মহান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়ে ধর্মীয় মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি নগরীর পরিকল্পিত উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিতকরনের জন্য নির্বাচন করছি। একটি ইশতেহার শুধু কথামালা নয়, এটি জনগণের সঙ্গে প্রতিশ্রæতিবদ্ধে নিজেকে আবদ্ধ করা। যদি জনগণের ভোটে নির্বাচিত হই আর মেয়াদকালীন সময়ে ঘোষণাকৃত ইশতেহার পূরণ করতে না পারি তাবে নগরবাসী ও পরম করুণাময় আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবো। নগরীর টিলাগড়ে আমার আদি এবং স্থায়ী নিবাস। এই নগরবাসীর সাথে আমার সুখ-দুঃখ ওতোপ্রতোভাবে জড়িয়ে আছে। এই নগরকে একটি স্মার্ট, জনবান্ধব, জলাদ্ধতা ও দুর্নীতিমুক্ত নগর এবং সিটি করপোরেশন গঠনের লক্ষ্যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি।
ইশতেহারে স্থান পাওয়া ১৫ দফা হলো-পয়নিষ্কাশন ও সৌন্দর্যবর্ধন, জলাবদ্ধতা নিরসন ও মশক নিধন, বিশুদ্ধ পানীয় জল নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা, বর্জ্যব্যবস্থাপনা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বাসস্থান, খেলাধুলা ও বিনোদন, ট্রাফিক ও যানজট নিরসন, পরিবেশ সংরক্ষণ ও সবুজ বনায়ন, সংস্কৃতি, কর্মসংস্থান, স্মার্ট নাগরিক সেবা নিশ্চিতকরণ, সংবাদকর্ম, ঐতিহ্য ও সংস্কৃতি।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে মো. দিলওয়ার হোসেইন, মো. নুরুল হক, মো. এনামুল হক, তারেক আহমদ, মো. আবুল খায়ের, মুসা রেজা চৌধুরী, মো. হুমায়ুন মজিদ টিটু, মো. সামছুল আলম, মো. আব্দুল হামিদ ও জৌলুস চৌধুরী।
আরো পড়ুন : বিরোধী দলগুলো এক মঞ্চে উঠতে পারে ঈদের পর