সিলেটে অডিশনের মধ্য দিয়ে শুরু হচ্ছে ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ, সিজন-৭ এর প্রাথমিক বাছাইপর্ব। ৬ জানুয়ারি (শুক্রবার) সকাল ৯টা থেকে শহরের স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসে প্রতিযোগীরা স্ব-শরীরে উপস্থিত থেকে অডিশনে অংশ নিতে পারবেন। যারা ইতোমধ্যে অডিশনের জন্য রেজিট্রেশন করেছেন তারাসহ যারা রেজিস্ট্রেশন করেননি তারাও ৬ জানুয়ারি ভেন্যুতে এসে রেজিস্ট্রেশন করে অংশ নিতে পারবেন। অডিশন ও প্রাথমিক বাছাইপর্বের বিচারকার্যে কারা বিচারক হবেন সেটি স্বচ্ছতার কারণে গোপন রাখা হচ্ছে। এবার যেকোনো বসয়ী অথ্যাৎ ছোট থেকে বড় গান গাইতে পারেন এমন সববয়সীই অডিশনে অংশ নিতে পারবেন।
গত ২৯ নভেম্বর থেকে ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ’র সিজন-৭ এর ঘোষণার পরই শুরু হয় রেজিস্ট্রেশন কার্যক্রম। ডিসেম্বরের শেষ সপ্তাহে উত্তর আমেরিকার প্রতিযোগীদের ইতিমধ্যে অডিশন শেষ শেষ হয়েছে। ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’ এর প্রধান বিচারক ও কিংবদন্তী শিল্পী রুনা লায়লা, রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সামিনা চৌধুরী।
আরো পড়ুন : মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ছয় মাসের জন্য জামিন দিল হাইকোর্ট