সেলিব্রিটি ক্রিকেট লিগে যে কারণে তারকাদের মারামারি

খেলাধুলা নারী পুরুষ প্রচ্ছদ বিনোদন হ্যালোআড্ডা

তিন দিনব্যাপী এ আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগ- সিসিএল গ্রুপ পর্বের দ্বিতীয় দিনে মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস ও দীপংকর দীপনের দল রানার ফাস্টিসের খেলা চলাকালে মাঠে থাকা তারকাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ম্যাচটি শেষ হওয়ার পর তা আরও বাড়ে, এক পর্যায়ে মারামারিতে রূপ নেয়। এতে আহত হয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক্স হসপিটাল) ভর্তি হন ৬জন। আহতরা হলেন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে মিরপুর ইনডোর স্টেডিয়ামে শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’-এ ঘটনা ঘটে।

জানা গেছে, খেলা চলাকালীন টিজ করার ঘটনা থেকেই এই মারামারির সূত্রপাত। এমনটা জানিয়েছেন নির্মাতা শিহাব শাহীন। তিনি বলেন, ‘খেলা চলাকালে যেটা হয় আর কী, একে অন্যকে টিজ করার ঘটনা ঘটে থাকে। ওই ম্যাচেও এমনটা হয়েছে। একে অন্যকে খোঁচাখুঁচি করছিল। টেস্টোস্টেরন হরমোনের কারণে উত্তেজিত হয়ে পড়ে তারা। এরপরই মারামারির ঘটনা ঘটে। অন্যদের সঙ্গে যদি খেলা হতো তবে তারা ঠিকই চুপচাপ বসে থাকতো। কিন্তু নিজেরা নিজেরা হওয়াতে খোঁচাখুঁচি একটু বেশি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমিও মাঠেই ছিলাম, তবে দেখিনি অনেক কিছুই। চিৎকার চেচামেচি, ঝগড়াঝাঁটি হয়েছে। গায়ে হাত তোলার ব্যাপারটা কতখানি কী হয়েছে সেটা বলতে পারছি না।’

প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের মধ্যে মোস্তফা কামাল রাজ ও শরীফুল রাজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন রানার ফাস্টিসের রাজ রিপা। এমনকি তাকে ক্যারিয়ার শেষ করে দেবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে জানান।

এই পরিপ্রেক্ষিতে মোস্তফা কামাল রাজ বলেন, ‘খেলায় উত্তেজনার বশে অনেক কিছুই ঘটে যায়। এবং সেটা সেখানেই শেষ হয়ে যায়। এটা এমনই একটি ঘটনা। রাজ রিপা আমার নামে যে অভিযোগ করেছে সেগুলো সত্য নয়।’

উদ্ভুত ঘটনাটি নিয়ে এরইমধ্যে সিনিয়র শিল্পীদের মধ্যে আলোচনা হয়েছে। আজ অধিনায়করা ও আয়োজক কমিটি এই বিষয়ে কথা বলতে এক টেবিলে বসছে।

মারামারি ঘটনা ঘটে যাওয়া ওই ম্যাচে মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস ছয় ওভারে সংগ্রহ করেছিল ১১৯ রান। প্রতিপক্ষ দীপংকর দীপনের রানার ফাস্টিস দ্বিতীয় ইনিংসে নির্ধারিত ওভারে ১১২ রান করতে সক্ষম হয়। ৭ রানে ম্যাচটি জিতে গিগাবাইট স্কোরারস। এরপরই মারামারির সূত্রপাত।

আরো পড়ুন : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *