স্বীকারোক্তি দিয়ে হাটে হাঁড়ি ভেঙেছেন কৃষিমন্ত্রী

জনপ্রতিনিধি জাতীয় তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বাংলাদেশ কোনো স্যাটেলাইট স্টেট নয়। আমরা বিশ্বাস করি, আওয়ামী লীগের ভোট চুরির দোসর হবে না ভারত। প্রতিবেশী হিসেবে ভারত এদেশের ১৮ কোটি মানুষের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের পক্ষে দাঁড়াবে- এটাই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। গতকাল বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ আশা প্রকাশ করেন।

বিবৃতিতে রিজভী আরও বলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সরকারের কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক নিজে হাটে হাঁড়ি ভেঙে স্বীকারোক্তি দিয়ে বলেছেন যে, দেশে সহিংসতা বন্ধে পরিকল্পিতভাবেই বিএনপি নেতা-কর্মীদের জেলে আটক রাখা হয়েছে। বেসরকারি একটি টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে কৃষিমন্ত্রী বলেন, ২০ হাজার নেতা-কর্মীকে গ্রেফতার না করলে কি হরতালের দিন গাড়ি চলত? এ ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। যেটা করেছি, আমরা চিন্তাভাবনা করেই করেছি। রিজভী আরও বলেন, বিএনপিকে নির্বাচনে আনতে সব চেষ্টাই করা হয়েছে জানিয়ে আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, নির্বাচন কমিশন থেকে বারবার বলা হয়েছে, তারা যদি নির্বাচনে আসে তাহলে নির্বাচন পেছানো হবে। শুধু পিছিয়ে দেওয়া না, বলা হয়েছিল সবাইকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে। তাদের জেলে না রাখলে দেশ অচল হয়ে যেত। রিজভী বলেন, এই মন্ত্রীর স্বীকারোক্তিতে প্রমাণিত যে, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা এবং পরবর্তীতে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, তল্লাশি, ভাঙচুর, আটক যত ঘটনা ঘটেছে তার সবকিছুই সরকারের পূর্ব পরিকল্পিত।

আরো পড়ুন : শাহজাহানের ছেলের সাথে না, এই নির্বাচন গামছার সাথে নৌকার নির্বাচন

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *