সোমবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদের পরিবারের মালিকানাধীন প্রেসিডেন্ট রিসোর্ট এন্ড এগ্রো লিমিটেডে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। অভিযানে প্রতিষ্ঠানটির বিনিয়োগের নথি, আয়-ব্যয়ের যাবতীয় হিসাবপত্র ও কম্পিউটারের হার্ডডিস্কসহ যাবতীয় নথিপত্র জব্দ করেছে এনবিআর টিম।
সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের পরিচালক চাঁদ সুলতানা চৌধুরানীর নেতৃত্বে ৮ সদস্যের টিম ওই অভিযান পরিচালনা করে বলে জানা গেছে।
এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা (সদস্য) সমকালকে বলেন, অভিযানকালে প্রেসিডেন্ট রিসোর্ট এন্ড এগ্রো লিমিটেডে প্রকৃত বিনিয়োগ ও আয়-ব্যয়ের হিসাবে গরমিল পাওয়া গেছে। কাগজপত্রে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদের মালিকানা না থাকলেও প্রকৃত মালিক তিনিই। যদিও রিসোর্টটি তার ভাই ও স্ত্রী পরিচালনার দায়িত্ব পালন করছেন। অভিযানকালে কর্মচারীদের উপস্থিতি পাওয়া গেলেও মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। আপাতত কাগজপত্র জব্দ করা হয়েছে। যাচাই-বাছাই করার পর প্রকৃত রহস্য উন্মোচিত হবে।
এনবিআরের পরিচালক চাঁদ সুলতানা চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এনবিআরের উপপরিচালক তাসনিম আলম, মিঠামইনের ইউএনও খান মো. আব্দুল্লা আল মামুন, মিঠামইনের ওসি শফিউল আলম, গণপূর্ত বিভাগের প্রতিনিধি ও ভূমি অফিসের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আরো পড়ুন : বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর সহায়তায় দেশ আজ নিরাপদ: সেনাবাহিনী প্রধান