হিলিতে সাংবাদিকের নামে মিথ্যা মামলা করায় প্রতিবাদ সভা

আইন-আদালত জাতীয় তথ্য-প্রযুক্তি

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে: দিনাজপুরের হিলিতে সাংবাদিক আব্দুল আজিজের নামে দায়ের করা মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে আজ বৃহস্পতিবার প্রতিবাদ সভা করেছে সাংবাদিক নেতৃবৃন্দ। সাংবাদিক আব্দুল আজিজ দৈনিক যুগান্তর ও আরটিভিতে হিলি স্থলবন্দর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

স্থানীয় সাংবাদিকরা জানান, গত ১ অক্টোবর হিলি চেকপোস্ট দিয়ে ভারতীয় অবৈধ মালামাল পাচার হওয়ার সময় সাংবাদিকরা ভিডিও করেন। এসময় স্থানীয় পাসপোর্ট দালাল ও চোরাকারবারী মনির, তাহাকিক হাসান, রাজু, সুইট ক্ষিপ্ত হয়ে আরটিভির প্রতিনিধি আব্দুল আজিজের ক্যামেরা ছিনিয়ে নিয়ে সাংবাদিকদের উপর হামলার চেষ্টা করেন। এঘটনায় সাংবাদিকরা থানায় জিডি করলে এরই জেরে চোরাকারবারী তাহাকিক হাসান আজিজের নামে এই চাঁদাবাজীর মিথ্যা মামলা করেন।

আজ বেলা ১২টায় হাকিমপুর প্রেসক্লাবে সভাপতি গোলাম মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, সৈয়দ মোস্তাফিজুর রহমান, রমেন বসাক, জাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, হালিম আল রাজী ও আব্দুল আজিজ।

শাহ্ আলম শাহী
দিনাজপুর।

আরো পড়ুন : দিনাজপুরে পূণর্ভবা নদী খননে ৫০০ বিঘা জমির আগাম আলু নিয়ে শংকিত কৃষক

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *