হুথি বিদ্রোহীদের দ্বারা লোহিত সাগরে আবারও জাহাজে হামলা

অর্থনীতি আন্তর্জাতিক ক্রাইম নিউজ জনদুর্ভোগ প্রচ্ছদ ভ্রমণ মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

লোহিত সাগরে আবারও হামলার শিকার হয়েছে একটি জাহাজ। স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে।

ইউকে মেরিটাইম গ্রুপের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, ইউকে মেরিটাইম গ্রুপ বলেছে- লোহিত সাগরে আরেকটি জাহাজ ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের দ্বারা সম্ভাব্য হামলার শিকার হয়েছে।

ব্রিটেনের রয়্যাল নেভি দ্বারা পরিচালিত ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সির (ইউকেএমটিও) তথ্যানুসারে, ইয়েমেনের উপকূল থেকে প্রায় ৩০ মাইল দূরে থাকা অবস্থায় জাহাজটির কাছাকাছি পানিতে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তবে এতে তাৎক্ষণিকভাবে আহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইউকেএমটিও। সূত্র: টাইমস অব ইসরায়েল, শিপ অ্যান্ড বাঙ্কার

আরো পড়ুন : ট্রেনে ধাক্কায় ও কাটা পড়ে এক নারীসহ তিনজনের মৃত্যু

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *