১০১ সদস্য বিশিষ্ট শেরে বাংলার জন্ম সার্ধশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি ঘোষণা

ইতিহাস-ঐতিহ্য জনপ্রতিনিধি জাতীয় তথ্য-প্রযুক্তি পুরুষ পুরুষ অধিকার প্রচ্ছদ রাজনীতি লাইফ স্টাইল হ্যালোআড্ডা

সৈয়দ মাগুর্ব মোর্শেদকে আহ্বায়ক ও পীরজাদা শহীদুল হারুনকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট শেরে বাংলার জন্ম সার্ধশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি ঘোষণা

৫ই সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার সকাল ১১ টায় শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ১৫০তম সার্ধশতবার্ষিকী উদযাপনে জাতীয় কমিটি ঘোষণা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক তথ্য সচিব সৈয়দ মাগুর্ব মোর্শেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবী এড. মাহবুবুর রহমান দুলাল, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় তরুণ সংঘের চেয়ারম্যান ফজলুল হক, শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের আহ্বায়ক সেলিনা আক্তার, সদস্য সচিব আর কে রিপন, আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে সৈয়দ মাগুর্ব মোর্শেদকে আহ্বায়ক ও পীরজাদা শহীদুল হারুনকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট শেরে বাংলার জন্ম সার্ধশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ মঞ্জুর হোসেন ঈসা, যুগ্ম সদস্য সচিব সেলিনা আক্তার, আর কে রিপন। যুগ্ম আহ্বায়ক ও অন্যান্য সদস্যদের নাম পরবর্তী সভায় প্রকাশ করা হবে।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয় যে শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের পরিবারের সদস্যবৃন্দ এই কমিটির সম্মানিত সদস্য হিসেবে থাকবেন। এছাড়াও শেরে বাংলার নামে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাঁর নামে যে সমস্ত হল রয়েছে তাদের দায়িত্বপ্রাপ্ত প্রধানগণ এই কমিটির সম্মানিত সদস্য হিসেবে অন্তভুর্ক্ত হবেন।

শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ১৫০তম সার্ধশতবার্ষিকী রাষ্ট্রীয় ভাবে পালন করার জন্য সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে সারাদেশের বিভাগীয় শহরে সংবাদ সম্মেলন, বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠি জেলায় পৃথক ভাবে কর্মসূচি গ্রহণ করা হবে। একটি স্মরণিকা প্রকাশ করা হবে। আন্তর্জাতিক ভাবে ২৮শে অক্টোবর হোটেল সোনারগাঁও ইন্টারন্যাশনালে সার্ধশতবার্ষিকীর সভা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন।

আরো পড়ুন: আজ ৫ সেপ্টেম্বর: আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *