১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার চ্যানেল আই এর অনুষ্ঠান সূচি

টেলিভিশন প্রচ্ছদ বিনোদন

১৭ মার্চের অনুষ্ঠানমালা
চ্যানেল আইতে ১৭ মার্চের অনুষ্ঠান শুরু হবে ‘গান দিয়ে শুরু’ প্রচারের মধ্য দিয়ে। অনুষ্ঠানটি স্টুডিও থেকে প্রচার হবে সকাল ৭.৩০ মিনিটে। এ পর্বেও শিল্পী মৌমিতা, অনন্যা আচার্য ও ইমরান খন্দকার। পরিচানায় মোস্তাফিজুর রহমান নান্টু।
কবি সাহিত্যিকদের অংশগ্রহণে দুপুর ১২:০৫ মিনিটে প্রচার হবে ‘বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা’।
ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত বাংলাছবি ‘অমি ও আইসক্রিম’অলা’ দেখানো হবে বিকেল ৩:০৫ মিনিটে।
শিশুদের আবৃত্তি এবং ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ নিয়ে অনুষ্ঠান ‘শিশুবন্ধু বঙ্গবন্ধু’ প্রচারি হবে সন্ধ্যা ৬:৩০ মিনিটে। নির্দেশনায় মাহমুদুল হাসান রনি।
রাত ৭.৩০ মিনিটে প্রচার হবে রাজিবুল ইসলাম রাজিবের রচনা ও পরিচালনায় বিশেষ নাটক ‘বাজান’। অভিনয়ে ইন্তেখাব দিনার, শামীমা তুষ্টি, শেখ মেরাজ প্রমুখ।
শাইখ সিরাজের নির্মাণে বিশেষ প্রামাণ্য প্রতিবেদন ‘মাটি ও মানুষের মহান নেতা’ রাত ৯:৪০ মিনিটে দেখানো হবে।
প্রকৃতি ও জীবন এর বিশেষ অনুষ্ঠান ‘ বঙ্গবন্ধু, বাংলাদেশ ও প্রকৃতি’ প্রচার হবে রাত ১১:৩০ মিনিটে। পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় মুকিত মজুমদার বাবু।

সকাল
০৭.৩০ বঙ্গবন্ধুকে নিবেদিত গান সরাসরি
পরিচালনায় মোস্তাফিজুর রহমান নান্টু

বঙ্গবন্ধুকে নিবেদিত ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠান প্রচারের মধ্য দিয়ে শুরু হবে চ্যানেল আই এর ১৭ মার্চের অনুষ্ঠানমালা। স্টুডিও থেকে সরাসরি প্রচার হবে সকাল ৭.৩০ মিনিটে। এ পর্বের শিল্পী মৌমিতা, অনন্যা আচার্য ও ইমরান খন্দকার। পরিচানায় মোস্তাফিজুর রহমান নান্টু।
১২.০৫ বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা
পরিচালনায় রাজু আলীম
১২:৩৫ ফ্রেশ প্রিমিয়াম টি তারকাকথন সরাসরি
পরিচালনায় রাজু আলীম
০৩:০৫ গ্লো এন্ড লাভলী সিনেদুপুর অমি ও আইসক্রিম’অলা
গল্প. ফরিদুর রেজা সাগর।

চ্যানেল আইতে ১৭ মার্চ বিকেল ৩.০৫ মিনিটে দেখানো হবে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বণে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি “অমি ও আইসক্রিম’অলা”। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সুমন ধর। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আবুল হায়াত, জয়ন্ত চট্টোপাধ্যায়, নয়ন, পাপিয়া আলী সরকার, মিছিল, আগুন প্রমুখ।
সন্ধ্যা
০৬.৩০ শিশুবন্ধু বঙ্গবন্ধু
পরিচালনায় রাজু আলীম
০৭.৫০ বিশেষ নাটক বাজান
রচনা ও পরিচালনায় রাজিবুল ইসলাম রাজিব।
১৭ মার্চ রাত ৭.৫০ মিনিটে প্রচার হবে রাজিবুল ইসলাম রাজিবের রচনা ও পরিচালনায় বিশেষ নাটক ‘বাজান’। বিশেষ এ নাটকে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, শামীমা তুষ্টি, শেখ মেরাজ প্রমুখ।
০৯:৪০ মাটি ও মানুষের মহান নেতা
পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় শাইখ সিরাজ
১১:৩০ বঙ্গবন্ধু, বাংলাদেশ ও প্রকৃতি
পরিচালনায় মুকিত মজুমদার বাবু

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *