২৪ ঘণ্টায় ৩ কোটি ৩৪ লাখ টাকারও বেশি টোল আদায় করল বঙ্গবন্ধু সেতু

অর্থনীতি জাতীয় প্রচ্ছদ শিল্প প্রতিষ্ঠান সফলতার গল্প হ্যালোআড্ডা

সিরাজগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতুতে এক দিনে সর্বোচ্চ পরিমাণ টোল আদায়ের রেকর্ড ভেঙেছে। গত ২৪ ঘণ্টায় এই সেতুতে ৩ কোটি ৩৪ লাখ টাকারও বেশি টোল আদায় করা হয়েছে। এর আগে গত ঈদুল ফিতরের সময় এক দিনে সর্বোচ্চ টোল আদায় হয়েছিল ৩ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকা। আজ শুক্রবার বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন : কুরআন শরীফে কুরবানীর ইতিহাস

আহসান মাসুদ বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ৪৩ হাজার ৫৯৫টি যানবাহন বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ২৫ হাজার ১১৩টি যানবাহন পারাপারে টোল আদায় হয় ১ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে ১৮ হাজার ৪৮২টি গাড়ি পার হয়ে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ১৭ হাজার ৮০০ টাকা।

আহসান মাসুদ আরও বলেন, বঙ্গবন্ধু সেতু চালুর পর থেকে এক দিনে এটিই সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড। এর আগে সর্বোচ্চ টোল এসেছিল গত ২৯ এপ্রিল ঈদুল ফিতরের দুই দিন আগে। গতকাল টোল আদায়ের সেই রেকর্ড ভেঙেছে।

আরো পড়ুন : বাবার ইচ্ছাতেই মায়ের পাশে কবর দেওয়া হবে সুরস্রষ্টা আলম খানকে: আরমান খান

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *