গোবিন্দগঞ্জে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ড্রাইভার নিহত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের বৈঠাখালি নামক স্থানে ট্রাক ও পিকআপের সংঘর্ষে পিকআপ চালক রিপন মিয়া (২৮) নিহত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর বৈঠাখালি নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত পিকআপ চালক রিপন মিয়া ঢাকার মিরপুর এলাকার মাজার রোডের ছোলেমান মাতুব্বরের ছেলে।
স্থানীয়রা জানান, রংপুর থেকে বগুড়ামুখী একটি পিকআপ দ্রæতগতিতে যাওয়ায় সময় বৈঠাখালি নামকস্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দিলে পিকআপটির সামনের অংশ ভেঙ্গে ট্রাকের সাথে আটকে যায়। এতে পিকআপ চালক রিপন মিয়া ড্রাইভিং ছিটে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ রবিউল ইসলামের নেতৃত্বে একটি দল আটকা পড়া পিকআপ থেকে চালকের মরদেহ উদ্ধার করে।
পরে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ক্ষতিগ্রস্থ পিকআপ ও চালকের মরদেহ হাইওয়ে থানায় নিয়ে আসে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
গোবিন্দগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি পালন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহিলা (ডিগ্রি) কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম আহসান হাবিব কর্তৃক কলেজের শিক্ষক-কর্মচারীদের বাড়ীভাড়া প্রদানে লিখিত অঙ্গীকার পূরণে ব্যর্থতার প্রতিবাদে শিক্ষক-কর্মচারীরা গতকাল রোববার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন ।
কর্মবিরতি পালন শেষে কলেজ প্রাঙ্গনে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা এক জমায়েতে মিলিত হয়। জমায়েতে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ জহুরুল ইসলাম, সহকারি অধ্যাপক সাইদুল ইসলাম, ওয়াহেদুন্নবী সরকার, আবু তাহের, রাশেদ হায়দার আপেল, আমিনুর রশিদ ও শাহ্ আলম মন্ডল, প্রদর্শক শাহ্ আলম, প্রধান অফিস সহকারী আশরাফুল ইসলাম প্রমূখ। বক্তারা কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম আহসান হাবিবের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে তাঁকে অধ্যক্ষ পদ থেকে অপসারণের দাবিতে এক দফা কর্মসূচি ঘোষনা করেন। কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দসহ বিপুল সংখ্যক ছাত্রী এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অধ্যক্ষ এ.এইচ.এম আহসান হাবিবের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কলেজের শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে ইতিপূর্বে কলেজ গভর্ণিং বডিসহ প্রশাসনের উর্দ্ধতন মহলে একাধিকবার অভিযোগ করা হলেও অদৃশ্য কারণে তার কোন প্রতিকারের ব্যবস্থা না হওয়ায় কলেজের শিক্ষক-কর্মচারীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
গোবিন্দগঞ্জে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল রোববার গোবিন্দগঞ্জ উপজেলা এবং পৌর যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গরীব ও দুঃস্থ অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা ব্যবস্থাসহ ওষুধ পত্র বিতরণ করা হয়।
ওইদিন সকালে উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক ফারুক আহাম্মেদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। মেডিকেল ক্যাম্পে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ সাহারুল আলম মন্ডলের নেতৃত্বে ৯ জন চিকিৎসক এই চিকিৎসা সেবা কার্যক্রমে অংশ গ্রহণ করেন। উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুল আলম জুয়েল সভাপতিত্বে এবং পৌর যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান আকন্দের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব রেজানুল হাবীব প্রধান রফিক, পৌর বিএনপি’র আহ্বায়ক রবিউল কবির মনু, পৌর বিএনপি’র সদস্য সচিব আবু জাফর লেলিন, ১নং সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন রাজু, উপজেলা বিএনপি’র চলতি দপ্তরের দায়িত্বে থাকা সাজাদুর রহমান সাজু, পৌর যুবদলের আহবায়ক মঈন উদ্দিন লিপন বিশেষ, উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী এহসানুল কবির রিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আল আমিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক খাইরুল ইসলাম প্রমুখ।
গোবিন্দগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৮ ষ্ট্রাজেডির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামীলীগ কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদ ,খুনিদের গ্রেফতার ও শহীদদের স্মরণে ২৮ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখা আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ গোবিন্দগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আমীর আব্দুল বারির সভাপতিত্বে ও সহকারি সেক্রেটারি মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ডাঃ আব্দুর রহিম সরকার। বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রিয় সহ সভাপতি গোলাম রব্বানী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা আমীর মাষ্টার আবুল হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারি অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, পৌর জামায়াতের আমীর শহিদুল ইসলাম, সেক্রেটারী প্রভাষক হাসান সাঈদ তালুকদার, শিবিরের গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি তাজনুর ইসলাম, সেক্রেটারী মাজহার ইসলাম প্রমুখ। প্রধান অতিথি আব্দুর রহিম সরকার বলেন ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, আওয়মীলীগ জামায়াত-শিবিরের নেতা কর্মীদের উপর নৃশংস হামলা চালিয়ে পিটিয়ে হত্যা করে। কিন্তু দীর্ঘদিন জোর করে জাতির উপর চেপে থাকা হাসিনা সরকার খুনিদের বিচারের আওতায় নিয়ে আসার সুযোগ দেয়নি। ৫ আগষ্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিষ্ট সরকারের পতন হয়েছে। খুনি হাসিনা পালিয়ে গেছে। তিনি আরো বলেন, শুধু ২৮ অক্টোবরই নয়- হাসিনা সরকার ক্ষমতায় আসার পর বিরোধী মতের হাজার হাজার নেতা কর্মিকে খুন গুম করা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে গোটা বাংলাদেশকেই কারাগারে রুপান্তরিত করেছিল খুনি হাসিনা। বৈষম্য বিরোধী আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর এদেশ ফ্যাসিষ্টমুক্ত হয়েছে। এখন খুনীদের বিচারের আওতায় আনার পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই অবিলম্বে ২৮ ষ্ট্রাজেডির খুনিদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসা হোক। প্রধান অতিথি ২৮ অক্টোবর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। সমাবেশ শেষে এক বিশাল গণমিছিল গোবিন্দগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এদিকে সমাবেশ উপলক্ষে বেলা দুটা থেকেই গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে সমাবেশ স্থলে আসতে থাকে। বিকাল ৩টায় গোবিন্দগঞ্জ হাইস্কুল মাঠ কানায় কানায় পূর্ন হয়ে বিশ্ব রোড পর্যন্ত ছড়িয়ে যায়। হাজার হাজার জনতার ভীড়ে গোবিন্দগঞ্জের ট্রাফিক ব্যবস্থা ভেঙ্গে পড়ে।শিবেরর ছেলেরা মোড়ে মোড়ে অবস্থান নিয়েয ানবহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করে।#
ফারুক হোসেন, গোবিন্দগঞ্জ প্রতিনিধি
আরো পড়ুন : এটা যে গাড়ির ধাক্কা ছিল তা-ও বুঝতে পারিনি, ৫-১০ মিনিট অজ্ঞান ছিল সামিউল