সকাল
১০:৫০ নাটক ষন্ডা পান্ডা (পুনঃপ্রচার)
১১:৩০ হৃদয়ে মাটি ও মানুষ (পুনঃপ্রচার)
১২:৩৫ ফ্রেশ প্রিমিয়াম টি তারকাকথন সরাসরি
০১:০৫ এবং সিনেমার গান
০২:৪৫ ধারাবাহিক নাটক ঘরকুটুম (পুনঃপ্রচার)
০৩.০৫ এ সপ্তাহের ছবি ‘গ্রাস’
গ্রাস
ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘গ্রাস’। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মারিয়া আফরিন তুষার। এ ছবিতে অভিনয় করেছেন তমা মির্জা, আর.বী প্রীতম, জ্যোতিকা জ্যোতি, রিপন নাথ, কচি খন্দকার, শিখা খান, শেলী আহসান, মুনিরা মিঠু, বাদল শহীদ, রানী সরকার প্রমুখ। ছবিটি মুক্তি পাচ্ছে ঢাকার বলাকা সিনেওয়ার্ল্ড-সহ, খুলনা, ময়মনসিংহ এবং পটুয়াখালীর বিভিন্ন সিনেমা হলে। ছবিটির সম্পাদনা করেছেন সবুজ খান ও অনয় সোহাগ। চিত্রগ্রহণ: কামরুল ইসলাম শুভ, রাজু রাজ, হৃদয় সরকার ও খায়রুল শিপলু। চ্যানেল আইতে দেখানো হবে ২৯ জানুয়ারি বিকেল ৩.০৫ মিনিটে।
কাহিনী সংক্ষেপ: শাহরিয়ার তন্ময় একজন স্বপ্নবাজ তরুণ। মধ্যবিত্ত পরিবারের সন্তান তন্ময় চলচ্চিত্র নির্মাতা হতে চায়। কিন্তু পৃষ্ঠপোষকতা করার মত কেউ থাকে না তার। বড় বোনের টাকায় সংসার চলে। বাবা রিটায়ার্ড। সব মিলিয়ে পরিবেশ পরিস্থিতি তার অনুকুলে থাকে না। পরবর্তীতে প্রেমিকার দেয়া বুদ্ধি অনুযায়ী সে বাবার কাছে বিজনেস করার জন্য টাকা চায় যেটা দিয়ে সে ফিল্মের কাজ শুরু করে। বাবাকে কথা দেয় ৬ মাসের মধ্যে টাকা ফেরত দেয়ার; কারণ পেনশনের এই টাকা তার বড় বোনের বিয়ের জন্য রেখেছিল তার বাবা। ইতিমধ্যে একজন প্রযোজকের কাছ থেকেও কিছু টাকা নেয় সে। একসময় ফিল্মের কাজ শেষ হয়। কিন্তু সকল ঝামেলা দেখা দেয় তারপর। কেউ তার ফিল্ম হলে চালাতে চায় না। প্রডিউসার টাকা ফেরতের জন্য প্রেশার দিতে থাকে। তাহলে কী সে তার বাবাকে দেয়া কথা রাখতে পারবে না? বোনের বিয়ে দিতে পারবে না? নাকি তার প্রেমিকার সাথে তার বিয়ে হবে না?। এমতাবস্থায় হতাশা ‘গ্রাস’ করে তার জীবনকে। তবে প্রশ্নগুলোর উত্তর মিলবে সিনেমাটি দেখার মাধ্যমে।
সন্ধ্যা
০৬.০০ সঙ্গীতানুষ্ঠান এই গান সেই গান
০৬.১৫ আপনার ডাক্তার
০৮:০০ ধারাবাহিক নাটক ষন্ডা পান্ডা
পরিাচলনায় সালাহউদ্দিন লাভলু।
০৮.৩০ মেট্রোসেম টু দি পয়েন্ট
০৯.৩৫ ধারাবাহিক ‘সখি সব করে রব’
পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল।
১০:১৮ ৩০০ সেকেন্ড
১১.৩০ ধারাবাহিক নাটক ষন্ডা পান্ডা
আরো পড়ুন : জেনে নিন কোন চার কারণে দেশে ধনী হওয়া এত সহজ হলো