৩০ ডিসেম্বর, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

আন্তর্জাতিক ইতিহাস-ঐতিহ্য ওকে নিউজ স্পেশাল জনপ্রতিনিধি তথ্য-প্রযুক্তি নারী পুরুষ প্রচ্ছদ বিনোদন রাজনীতি শিক্ষা শিল্প-সাহিত্য সফলতার গল্প হ্যালোআড্ডা

প্রতিটা দিনের পরিবর্তন ঘটে ২৪ঘন্টা/১৪৪০ মিনিট /৮৬ হাজার ৪০০ সেকেন্ড পেরিয়ে। যা ক্যামেরার হিসেবে ২০,৭৩,৬০০ অথবা ২১,৬০,০০০ ফ্রেমে বন্দী, যার প্রতিটা ফ্রেমকে আমরা মুহুর্ত হিসেবে আখ্যায়িত করতে পারি। সে হিসেবে একটি দিন পৃথিবী সৃষ্টির জন্য অনেক সময়, মানুষের জীবনে একটি ঘটনার জন্যতো অবশ্যই। যা হয়ে থাকতে পারে কালের স্বাক্ষি হিসেবে।

আমরা একটু কি ভেবে দেখেছি একটি ফ্রেম সমপরিমান এক মুহুর্ত সময় কতটা গুরুত্ববহন করে মানুষের জীবনে? আর সেই মুহুর্তের ঘটনাই রুপ নেয় ইতিহাসের পাতায়। আমরা বলি আজকের দিনে কি ঘটেছিল! এই আজকের দিনটা কেন গুরুত্ব তা খুঁজতে থাকি ইতিহাসের পাতায়। তাই ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। যার জন্য বলা হয় ইতিহাস আজীবন কথা বলে।

ইতিহাসের কারণেই আমরা অতীতের কথা, বিষয় বা ঘটনা জানতে পারি। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম (oknews24bd.com) এর পাঠকদের জন্য নিয়মিত আয়োজন, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা।

৩০ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৬৪তম (অধিবর্ষে ৩৬৫তম) দিন। বছর শেষ হতে আরো দুই দিন বাকি রয়েছে।। আজ স্লোভাকিয়ার স্বাধীনতা ঘোষণা দিবস, রিজাল ডে (ফিলিপাইন), খাঞ্জা উৎসবের পঞ্চম দিন(আমেরিকা), জাতীয় প্রবাসী দিবস (বাংলাদেশ) । তাছাড়াও আজকের দিনে পৃথিবিতে ইতিহাস সৃষ্টিকারী জয়-পরাজয়ের অনেক ঘটনাই ঘটেছে, তার মধ্যে ২১টি ঘটনা উল্লেখ্যযোগ্য, আবার এই আজকের দিনেই পৃথিবিকে বদলে দেয়ার মতো অনেক মানবেরই জন্ম এবং মৃত্যু হয়েছে তার মধ্যে জন্মেছেন ১৫ জন আর আমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিয়েছে ২০জন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়-

ঘটনাবলী

১৭৩০ – জাপানের হোক্কাইদোতে প্রচন্ড ভূমিকম্পে ১ লাখ ৩৭ হাজার লোকের মৃত্যু হয়।

১৮০৩ – ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগল দরবারের কাছ থেকে দিল্লি ও আগ্রার শাসনভার গ্রহণ করে।

১৮০৩ – গোয়ালিয়রের মহারাজ সিদ্ধিয়া ব্রিটিশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।

১৮৯৬ – ফিলিপাইনের ম্যানিলায় ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে ফিলিপিনো জাতীয়তাবাদি জোসে রিজালের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

১৯০০ – অস্ট্রেলীয় কমনওয়েলথ গঠিত হয়।

১৯০৬ – পূর্ব বাংলার ঢাকায় নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে পাকিস্তান প্রতিষ্ঠার ভিত্তি স্থাপিত হয়।

১৯১৯ – লিঙ্কন্স ইন প্রথমবারের মত নারী বার শিক্ষার্থী ভর্তি করে।

১৯২২ – সোভিয়েত ইউনিয়ন গঠিত।

১৯২৫ – কানপুরে কমিউনিস্টদের সর্বভারতীয় প্রথম সম্মেলন শেষ হয় এবং ভারতের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

১৯৪৩ – সুভাষ চন্দ্র বসু কর্তৃক পোর্ট ব্লেয়ারে ভারতের পতাকা উত্তোলন।

১৯৪৭ – দুটি ইহুদীবাদী সশস্ত্র সংগঠন ফিলিস্তিনের বালাদুশ শেইখ গ্রামে হামলা চালায়।

১৯৫৯ – চীনের প্রথম ব্যাল্লে দল; পেইচিং হত্যকলা কলেজের পরীক্ষামূলক ব্যাল্লে দল পেইচিংয়ে প্রতিষ্ঠিত হয়।

১৯৬৫ – ফার্দিনান্দ মার্কোস ফিলিপাইনের রাষ্ট্রপতি হন।

১৯৭২ – স্বাধীন বাংলাদেশের হাইকোর্ট উদ্ধোধন।

১৯৭২ – ভিয়েতনাম যুদ্ধ: যুক্তরাষ্ট্র উত্তর ভিয়েতনামে বোমা বর্ষণ বন্ধ করে।

১৯৯২ – বোরহানউদ্দিন রব্বানি আফগানিস্তানের রাষ্ট্রপতি নির্বাচিত।

১৯৯৩ – ইসরায়েলভ্যাটিকান সিটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

১৯৯৭ – চীন সরকার ও দক্ষিণ আফ্রিকার সরকার দক্ষিণ আফ্রিকার রাজধানিতে দুদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার যৌথ ইস্তাহার স্বাক্ষর করে।

১৯৯৯ – সাবেক বিটলস জর্জ হ্যারিসন তার ফ্রাইয়ার পার্কের বাসভবনে মাইকেল আব্রাম কর্তৃক আক্রান্ত হন।

২০০৬ – মাদ্রিদ-বারাজাস বিমানবন্দরে বোমা হামলা।

২০০৬ – ইরাকের সাবেক রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

জন্মদিন

৩৯ – রোমান সম্রাট টাইটাস। (মৃত্যু ৮১)

১২০৪আবু উসমান সাইদ ইবনে হাকাম আল-কুরাশি, পর্তুগিজ শাসক। (মৃত্যু ১২৮২)

১৬৭৩তৃতীয় আহমেদ, উসমানীয় সুলতান। (মৃত্যু ১৭৩৬)

১৮৬৫ – রুডইয়ার্ড কিপলিং, ইংরেজ লেখক ও কবি, নোবেল বিজয়ী। (মৃ.১৮/০১/১৯৩৬)

১৮৮৪ – হিদেকি তোজো, জাপানি সেনাপতি ও রাজনীতিবিদ, জাপানের ৪০তম প্রধানমন্ত্রী। (মৃত্যু ১৯৪৮)

১৯২১ – রশিদ কারামি, লেবানিজ আইনজীবী ও রাজনীতিবিদ, লেবাননের ৩২তম প্রধানমন্ত্রী। (মৃত্যু ১৯৮৭)

১৯২৩ – প্রকাশ বীর শাস্ত্রী, ভারতীয় একাডেমিক ও রাজনীতিবিদ। (মৃত্যু ১৯৭৭)

১৯২৪ – ফাদার পল দ্যতিয়েন, বেলজিয়ান লেখক ও যাজক, যিনি বাঙলা ভাষায় সাহিত্য রচনা করে সুখ্যাতি অর্জন করেন। (মৃ.২০১৬)

১৯৩৫ – উমর বঙ্গো, গ্যাবনিজ লেফটেন্যান্ট ও রাজনীতিবিদ, গ্যাবনের রাষ্ট্রপতি। (মৃত্যু ২০০৯)

১৯৪২ – ভ্লাদিমির বুকোভস্কি, রুশ লেখক।

১৯৪৬ – বের্টি ফোক্ট্‌স, জার্মান জাতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় ও ম্যানেজার।

১৯৫০ – বিয়ারনে স্ট্রোভস্ট্রুপ, ডেনীয় কম্পিউটার বিজ্ঞানী

১৯৭৪ – এস. জিতেশ, ভারতীয় কার্টুনিস্ট, কবি ও সমালোচক।

১৯৭৫ – টাইগার উডস, আমেরিকান গোলফার।

১৯৭৭ – লায়লা আলী, আমেরিকান বক্সার ও অভিনেত্রী।

মৃত্যুদিন

২৭৪পোপ প্রথম ফেলিক্স

১৫৭৩ – জিওভান্নি বাতিস্তা জিরাল্ডি, ইতালীয় লেখক ও কবি। (জ. ১৫০৪)

১৫৯১পোপ নবম ইনোসেন্ট। (জ. ১৫১৯)

১৬৪০ – জন ফ্রান্সিস রেগিস, ফরাসি যাজক ও সন্ত। (জ. ১৫৯৭)

১৮৯৬ – জোসে রিজাল, ফিলিপিনো জাতীয়তাবাদি। (জ. ১৮৬১)

১৯০৮ – টমাস-আলফ্রেড বার্নি‌য়ার, কানাডীয় সাংবাদিক, আইনজীবী ও রাজনীতিবিদ। (জ. ১৮৪৪)

১৯৪৪ – রোম্যাঁ রোলাঁ, ১৯২৫ সালে সাহিত্যে নোবেলজয়ী ফরাসি নাট্যকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিল্প ঐতিহাসিক ও অধ্যাত্মবিদ। (জ.২৯/০১/১৮৬৬)

১৯৪৭ – আলফ্রেড নর্থ হোয়াইটহেড, ইংরেজ-আমেরিকান গণিতবিদ ও দার্শনিক। (জ. ১৮৬১)

১৯৫৩ – কবি শাহাদাৎ হোসেন।

১৯৫৯ – আব্বাসউদ্দিন, প্রখ্যাত বাংলা লোকসঙ্গীত গায়ক।(জ.২৭/১০/১৯০১)

১৯৬৮ – জাতিসংঘের প্রথম মহাসচিব হ্যালডান লী।

১৯৭৩ – কমিউনিস্ট দর্শনে বিশ্বাসী ভারতের স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র পাকড়াশী।(জ.১৮৯১)

১৯৭৯ – আধুনিক বাংলা কবিতার বিশিষ্ট বাঙালি কবি অজিতকুমার দত্ত। (জ.২৩/০৯/১৯০৭)

২০০৬ – সাদ্দাম হোসেন, ইরাকের ৫ম রাষ্ট্রপতি। (জ. ১৯৩৭)

২০০৭ – খ্যাতনামা ভারতীয় বাঙালি কার্টুনিস্ট রেবতীভূষণ ঘোষ।(জ.১৯২১)

২০০৯ – আবদুর রহমান ওয়াহিদ, ইন্দোনেশীয় সাংবাদিক ও রাজনীতিবিদ, ইন্দোনেশিয়ার ৪র্থ‌ রাষ্ট্রপতি। (জ. ১৯৪০)

২০১১ – এম হামিদুল্লাহ খান, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর প্রতীক প্রাপ্ত মুক্তিযোদ্ধা। (জ. ১৯৩৮)

২০১৪ – লুইস রাইনার, জার্মান-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী। (জ. ১৯১০)

২০১৮ – প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন।(জ.১৪/০৫/১৯২৩)

২০২২ – নারী সাংবাদিকতার পথিকৃৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টিভি সাংবাদিক ও উপস্থাপক বারবারা ওয়াল্টারস।(জ. ২৫/০৯/১৯২৯)

৩০ ডিসেম্বর বিভিন্ন কারনে একটা বিশেষ তারিখ। এই তারিখে যে সকল দুর্ঘটনায় মানবের ক্ষতি সাধিত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি যে সকল ঘটনায় মানব উপকৃত হয়েছে তার জন্য oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে সাধুবাদ রইল। আর এই ৩০ ডিসেম্বর তারিখে যে সকল বিখ্যাত মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি যে সকল বিখ্যাত মানুষের জন্ম হয়েছে তাদের জন্য রইল oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিন্দন।
সুত্র; বিশ্বকোষ, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া
সম্পাদনা- শেখ মোঃ ওবাইদুল কবির

আরো পড়ুন : ২৯ ডিসেম্বর, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

আরো পড়ুন : বিরামপুরে পঠনদক্ষতা শতভাগ নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *