৮ রানে বাংলাদেশের নেই ২ উইকেট

খেলাধুলা প্রচ্ছদ

রান তাড়ায় এনামুল হক বিজয় আর লিটন দাসকে দিয়ে শুরু করে বাংলাদেশ। বাউন্ডারি মেরে রানের খাতা খোলেন লিটন। কিন্তু দ্রুতই নেমে আসে বিপর্যয়। দ্বিতীয় ওভারের প্রথম বলেই দলীয় ৮ রানে লিটনকে (৫) ফেরান ওবেদ ম্যাককয়।

পরের বলে বোল্ড হয়ে যান অপর ওপেনার এনামুল হক বিজয় (৩)। ৮ রানে নেই ২ উইকেট!

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে উইন্ডিজ। শেখ মেহেদি আর সাকিব আল হাসানের সৌজন্যে ২৬ রানে ২ উইকেট হারালেও ঘুরে দাঁড়ায় ক্যারিবিয়ানরা। তৃতীয় উইকেটে ৫৬ বলে ৭৪ রানের জুটি গড়েন ব্রেন্ডন কিং আর নিকোলাস পুরান। ৩০ বলে ৩৪ রান করা ক্যারিবিয়ান অধিনায়ককে ফিরিয়ে জুটি ভাঙেন মোসাদ্দেক। সেটি ছিল মেডেন উইকেট। আশ্চর্য হলেও সত্য, এরপর মোসাদ্দেককে আর বোলিং দেননি অধিনায়ক মাহমুদউল্লাহ।

শেষদিকে ব্যাট হাতে ভয়ংকর হয়ে ওঠেন রোভম্যান পাওয়েল। খেলেন ২৮ বলে ২ চার ৪ ছক্কায় অপরাজিত ৬১* রানের ইনিংস। এছাড়া ব্রেন্ডন কিং ৪৩ বলে ৭ চার ১ ছক্কায় ৫৭ রান করেন। বাংলাদেশের হয়ে ৩ ওভারে সবচেয়ে বেশি ৪৬ রান দেন তাসকিন। ২ উইকেট নিলেও আরেক পেসার শরীফুল ৪ ওভারে দেন ৪০ রান। ১টি করে উইকেট নিয়েছেন সাকিব এবং শেখ মেহেদি।

আরো পড়ুন : আজ ৪ জুলাই; আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *