গোমস্তাপুরে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রইশুদ্দিন ও রাকিবউদ্দীনসহ অন্যরা। উল্লেখ্য,চলতি অর্থ বছরে গোমস্তাপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে গমের বীজ দুই হাজার ৮০০ জন, ভুট্টা ৩০০জন, সরিষা চার হাজার ৬০০জন, চিনাবাদাম ১০ জন, শীতকালীন পেঁয়াজ ৫০ জন, মুগ ১০০ জন, মসুর ১০০ জন,খেসারী ২০০ জনসহ মোট আট হাজার১৬০ জনকে এই প্রণোদনার দেওয়া হচ্ছে।
গোমস্তাপুরে নতুন এ্যাম্বুলেন্সের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ফিতা কেটে এ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা.সামিল উদ্দিন আহমেদ শিমুল। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রহমান। প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য ডা.সামিল উদ্দিন আহমেদ শিমুল। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস,উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা,রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদসহ অন্যরা। পরে অতিথিরা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায় ডেঙ্গু নিধন ও বিশেষ পরিস্কার পরিছন্ন অভিযানে অংশ নেন তাঁরা।
গোমস্তাপুরে ডিজিটাল উদ্বাবনী মেলার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান
গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। পরে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজাসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিকেলে উপজেলা সভাকক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাপাইনবাবগঞ্জ জেলা প্রাশাসক এ কে এম গালিভ খাঁন। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন রহনপুর ইউসুফ আলি সরকারি কলেজের প্রাভাষক আব্দুর রাকিব। ভার্চুয়ালী বক্তব্য দেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাবাসসুম। অন্যদের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। আলোচনা পূর্বে মেলার ৩০টি স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক একে এম গালিভ খাঁন।
আতিকুল ইসলাম আজম
গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ)
আরো পড়ুন : গেবিন্দগঞ্জে মাটির নমূণাসংগ্রহ পদ্ধতি ও ভেজাল সার চেনার উপায় শীর্ষক কৃষক প্রশিক্ষণ