গোমস্তাপুরের সকল খবর

অর্থনীতি কৃষি ক্রাইম নিউজ জাতীয় প্রচ্ছদ ভ্রমণ শিক্ষা

গোমস্তাপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ১৩
গোমস্তাপুর (চাঁপাইনবাগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে গত ২৪ ঘন্টা অভিযান চালিয়ে ১৩ জন আসামীকে গ্রেপ্তার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। এদের মধ্যে সাজাপ্রাপ্ত, গ্রেফতারী পরোয়ানাভুক্তসহ এক নারী আসামী রয়েছে। এদের মধ্যে সাজাপ্রাপ্ত আসামী সোহেল রানা, জিআর আসামী মোঃ সেলিম, সিআর মামলার ৯ জন আসামী মোঃ রাজু, মোঃ জামাল, মোঃ কালাম,মোঃ ইনসান, ইসমাইল, মহাসিন, তাইজুল, আইজুল, আলাউদ্দিন, দুরুল হোদা ও মাদকের মামলার আসামী সাজেদা খাতুন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান,গোমস্তাপুর থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তারী ও সাজা পরোয়ানাভূক্ত মোট ১৩ জন আসামী গ্রেপ্তার করা হয়েছে। তাঁদেরকে গতকাল রবিবার আদালতে সোপর্দ করা করা হয়েছে বলে ওসি জানান।

রহনপুর ষ্টেশন থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনটি চালু হচ্ছে আজ (সোমবার)
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে ষ্টেশন থেকে দেরীতে হলেও ম্যাংগো স্পেশাল ট্রেনটি চালু হচ্ছে আজ (সোমবার)। ওইদিন সকাল সাড়ে দশটায় রহনপুর ষ্টেশন চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে ট্রেনটির চালুর উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন পশ্চিমাঞ্চলের রেলের মহাব্যবস্থাপক (জিএম) অসিম কুমার তালুকদার। এছাড়া সূচী অনুযায়ী ট্রেনটি বিকেলে চারটায় রহনপুর হতে পণ্য নিয়ে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাবে।
জানা গেছে ট্রেনটি উদ্বোধন ও উদ্বোধনী অনুষ্ঠানের জন্য রহনপুর রেলওয়ে ষ্টেশন কর্তৃপক্ষ প্রস্তুতি নিয়ে রেখেছে।

উদ্বোধনের পর থেকে প্রতিদিন যথাসময়ে চলাচল করবে ট্রেনটি। তবে এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানিয়েছেন এত দেরীতে ট্রেনটি চালু করায় তাঁরা হতাশা হয়েছেন। বিভিন্ন জাতের আম এখন শেষের দিকে। বেশি টাকা দিয়ে কুরিয়ার সার্ভিসে অভ্যস্থ হয়ে পড়েছে। তবে দেরীতে হলেও অনেকে স্বাগত জানিয়েছেন। যাতে তাঁরা কম খরচে ট্রেনটিতে আমসহ অন্যান্য পণ্য সামগ্রী ঢাকায় পৌঁছাতে পারবে।

রহনপুর রেলওয়ে ষ্টেশন মাস্টার মির্জা কামরুল ইসলাম বলেন, ট্রেনটি উদ্বোধনের পর বিকেল চারটায় আমসহ অন্যান্য মালামাল নিয়ে ঢাকায় পৌঁছাবে। সোমবার সকাল থেকে ষ্টেশন কাউন্টারে আম,শাকসবজি,ফলমূল ও ডিম ইত্যাদি পণ্য বুকিং নেওয়া হবে। গত দুইবছর ধরে একই ভাড়া এক টাকা ৩০ পয়সা কেজি দরে আম পরিবহণ করবে ট্রেনটি। তিনি জানান ওইদিন সকালে রহনপুর রেলষ্টেশন চত্বরে ট্রেনটির উদ্বোধন করবেন পশ্চিমাঞ্চলের রেলের (জিএম) অসীম কুমার তালুকদার। এ সময় বর্তমান ও সাবেক সংসদ সদস্য, রহনপুর পৌর মেয়র,রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্যবর্গ ও ব্যবসায়ীরা উপস্থিত থাকার কথা রয়েছে বলে তিনি জানান ।

রহনপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে জ্ঞানচক্র একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এছাড়া অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। গতকাল রবিবার সকালে রহনপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহী অঞ্চলের সাবেক উপপরিচালক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মজিদ ও রহনপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস। অন্যদের মধ্যে বক্তব্য দেন জ্ঞানচক্র একাডেমির পরিচালক প্রভাষক সারওয়ার হাবিব, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল কাইউম, অভিভাবক শাহাবুদ্দিন প্রমূখ। আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আতিকুল ইসলাম আজম

গোমস্তাপুর (চাঁপাইনবাগঞ্জ)

আরো পড়ুিন : জায়েদকে চড় দিয়েছি, জায়েদও পিস্তল বের করে গুলি করবে বলে হুমকি দিয়েছে

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *